ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট
মার্কিন প্রেসিডেন্ট পদে ডনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে দেখা যায় বিশ্বের অন্যতম ধনকুবেরদের মেলা। পৃথিবী নিয়ন্ত্রণ করা জায়ান্ট কোম্পানিগুলোর অধিকাংশ মালিকদের এদিন দেখা যায় এক ফ্রেমে। ইলন মাস্ক, জেফ বেজোস এবং মার্ক জাকারবার্গ-কে এক ফ্রেমে বন্দি করেন চিত্রগ্রাহকরা। ট্রাম্প পরিবারের সঙ্গে মঞ্চের ডান পাশে দেখা যায় জনপ্রিয় মোবাইল কোম্পানি অ্যাপেলের সিইও টিম কুককে, তার পাশে দেখা যায় এলফাবেট প্রধান সুন্দর পিচাইকে। বিশ্বের এক নম্বর ধনী টেসলা ব্র্যান্ডের মালিক ইলন মাস্ক, মেটা’র সিইও মার্ক জাকারবার্গ, অ্যামাজনের সাবেক প্রধান জেফ বেজোস এবং তার বাগদত্তা লরেন স্যানচেজ শপথগ্রহণ অনুষ্ঠানে বিশেষভাবে নজর কাড়েন। শপথ অনুষ্ঠানকে ঘিরে যেন প্রযুক্তি খাতের ধনকুবের, বিদেশি কূটনীতিক ও শীর্ষস্থানীয় সিইওদের মিলনমেলা বসেছিল। শপথ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্যদের পেছনেই আসন গ্রহণ করেন প্রযুক্তি খাতের প্রভাবশালী কর্তাব্যক্তিরা। বিশ্ব ধনকুবেরদের একই ছাদের নিচে নিয়ে আসাকে মার্কিনিদের নতুন একটি মাইলফলক হিসেবেই বিবেচনা করছেন অনেকেই। ক্যাপিটলের রোটুন্ডায় যখন বিলিয়নিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠাতা, কোটিপতি ব্যবসায়ী এবং ধনী রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ অনেকের হয়তো কল্পনাতেও আসবে নাÑ ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি। তাদের মধ্যে সবচেয়ে ধনী, ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ারদের তালিকায় শীর্ষে ছিলেন ইলন মাস্ক। দক্ষিণ আফ্রিকার এই উদ্যোক্তা বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা এবং মহাকাশ অনুসন্ধান কোম্পানি স্পেস এক্স-এর মালিকানার মাধ্যমে তার সম্পদ বাড়িয়েছেন। ফোর্বস অনুসারে তার সম্পদ ৪৩৩.৯ বিলিয়ন ডলার। ধনীদের তালিকাতে এরপরেই আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, তার সম্পদ ২৩৯.৪ বিলিয়ন ডলার। যদিও বেজোসের আংশিক মালিকানাধীন দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে ট্রাম্প সম্পর্কে লেখা হয়েছিল ৩৬ বছরের মধ্যে প্রথমবারের মতো তাদের প্রতিষ্ঠান মার্কিন নির্বাচনে একজন প্রার্থীকে সমর্থন করবে না। ফোর্বসের তালিকায় তৃতীয় ধনী হলেন মেটা প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, যার সম্পদ মূল্য ২১১.৮ বিলিয়ন ডলার। তার কোম্পানি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক। বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তিÑ ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন সেখানে ছিলেন না। তবে পঞ্চম স্থান দখলকারী ব্যক্তি বার্নার্ড আর্নল্ডকে ট্রাম্পের পরিবারের সঙ্গে দেখা গেছে। যিনি ফরাসি বিলাস দ্রব্যের জায়ান্ট কোম্পানি এলভিএমএইচ ডিওর-এর মালিক। তার মোট সম্পদ মূল্য ১৮১.৩ বিলিয়ন ডলার। মরিয়ম অ্যাডেলসন, যিনি ৩১.৯ বিলিয়ন সম্পদের সঙ্গে ফোর্বসে বিশ্বের ৫৫তম ধনী ব্যক্তি হিসেবে স্থান পেয়েছেন। তার উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। ফোর্বসের ধনী তালিকায় নিচের দিকে ৮৯তম স্থানে থাকলেও মিডিয়া ম্যাগনেট রুপার্ট মারডক, যার সম্পদ মূল্য ২২.২ বিলিয়ন ডলার, তিনিও উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। তার ফক্স নেটওয়ার্ক আবার মার্কিন প্রেসিডেন্টের কাছে বেশ প্রিয়। ফক্স ছাড়াও, মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক পোস্টের মালিক।
সূত্র: স্কাই নিউজ
No comments