লিওনার্দো দেখতে কেমন?
খোঁজ মিলেছে লিওনার্দোর প্রতিকৃতির! ৫০০ বছরের বেশি পুরনো একটি কাঠ খোদাইয়ে লিওনার্দোর প্রতিকৃতি ফুটে উঠেছে। এক মার্কিন সঙ্গীতজ্ঞের দাবি, এই কাঠখোদাই-ই হবে ইতালির ক্ষণজন্মা শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির প্রাচীনতম চিত্রগুলোর একটি। এখন পর্যন্ত শিল্প ঐতিহাসিকরা যা জানেন তার ভিত্তিতে বলা হয়, লিওনার্দো জীবিত থাকার সময় তার তিনটি মাত্র প্রতিকৃতি তৈরি করা হয়েছিল। আমেরিকার ক্লিভল্যান্ড জাদুঘরে ১৯৩০ সাল থেকে এই কাঠখোদাই ছবিটি রাখা আছে। এতদিন মনে করা হতো ছবিটি আসলে গ্রিক পৌরাণিক চরিত্র অর্ফিয়ুসের। কিন্তু, সম্প্রতি আমেরিকার ওক বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অধ্যাপক রস ডাফিনের নজরে পড়ে ছবিটির চরিত্রর হাতে ধরা বাদ্যযন্ত্রটির প্রতি।
ওই শিক্ষক জানিয়েছেন, ছবিতে যে বাদ্যযন্ত্র দেখানো হয়েছে সেই ধরনের যন্ত্র তৈরি করা হয়েছিল চতুর্দশ শতাব্দীর শেষের দিকে। ইতালিতে তখন নবজাগরণ শুরু হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই কাঠখোদাই ছবিটি ইতালীয় শিল্পী মার্কান্তোনিও রাইমন্দির হাতে সৃষ্ট। ডাফিন আরও বলেন, ছবির চরিত্রটির গালে দাড়ি দেখা যাচ্ছে। অর্ফিয়ুসের যত ছবি বা মূর্তি পাওয়া গেছে তার কোনোটারই দাড়ি দেখা যায়নি। ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, লিওনার্দো দ্য ভিঞ্চির এই ছবিটি খোদাই করেছিলেন ইতালির আরেক শিল্পী মার্কান্তোনিও রাইমন্দির। ১৫০৫ সালে একটি গিটার বাজানোর দৃশ্যে ভিঞ্চিকে ধারণ করেন তিনি। উল্লেখ্য, লিওনার্দো ১৪৫২ সালের ১৫ এপ্রিল ইতালির ভিঞ্চিতে জন্মগ্রহণ করেন এবং ১৫১৯ সালের ২ মে ফ্রান্সের আমবোইসে মৃত্যুবরণ করেন।
No comments