নিউ এজ’র সম্পাদকীয়: ইতিহাস মুছে ফেলে নতুন ইতিহাস লেখা যায় না

বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ধানমন্ডির বাসভবনে গত ৫ ফেব্রুয়ারি ভাঙচুরের ঘটনার পেছনে  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরোক্ষ উসকানি রয়েছে বলে অনুমান করা হচ্ছে। আন্দোলনকারী ছাত্রদের একটি অংশের প্রতিক্রিয়াশীল রাজনৈতিক আচরণ যারা  গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, ছয় মাস আগে হাসিনার কর্তৃত্ববাদী  শাসনের পতন ঘটায়।

২০২৪ সালের ৫ আগস্ট অপ্রতিরোধ্য গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা তার দলের ছাত্র সংঘটন  'ছাত্রলীগ' কর্তৃক গোপনীয়ভাবে পরিচালিত একটি ভেরিফায়েড ফেসবুক পেজে দিল্লি থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেয়ার জন্য ৫ ফেব্রুয়ারি দিনটি বেছে নেন। হাসিনার ১৫ বছরের  শাসনামলে  'ছাত্রলীগ'ও বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে কুখ্যাতি অর্জন করেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দিল্লি থেকে দেশে এবং বিদেশে তার দলের কর্মীদের কাছে ফোন করছিলেন যা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফাঁস করা হয়েছিল এবং এইভাবে, তিনি  জনগণের সহানুভূতি এবং সমর্থন আদায়ের চেষ্টা করেন। আশ্চর্যজনকভাবে প্রশ্নে, টেলিফোনিক কথোপকথনে, জুলাই আগস্টের আন্দোলনে  প্রায় এক হাজার মানুষকে হত্যা করার জন্য (যাদের বেশিরভাগই যুবক) এবং প্রায় ২০ হাজার  মানুষকে নৃশংসভাবে আহত করার জন্য কোনো   অনুশোচনা প্রকাশ করেননি।

আজকাল বিদেশ থেকে আওয়ামী লীগের কিছু নেতা নিজেদের কোনো ভুল স্বীকার না করেই  বক্তৃতা দিচ্ছেন। নিজেদের অপরাধের কথা না বলে রাজনৈতিক পরিবর্তনের জন্য দায়ী ব্যক্তিদের কঠোর সমালোচনা করছেন। এই পরিস্থিতিতে,  গোপনে থেকে শেখ হাসিনার বক্তব্য ছাত্রদের একটি বড় অংশকে যথেষ্ট ক্ষুব্ধ করে তোলে । বিশেষ করে যারা আগস্টের  গণঅভ্যুত্থানের প্রথম সারিতে ছিল।  তারাই আওয়ামী লীগের রাজনীতির প্রধান প্রতীক মুজিবের বাড়ি ভেঙে দেয়ার কর্মসূচি নিয়েছিল।

পূর্বঘোষিত কর্মসূচি  হিসেবে শেখ হাসিনা বক্তব্য রাখেন এবং যথারীতি তিনি তার কোনো দোষ খুঁজে পাননি। জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়া, হাজার হাজার রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পাঠানো , অনেক নাগরিককে অবৈধভাবে আটক করা এবং জোরপূর্বক গুম করা, ব্যাংক খালি করার পাশাপাশি লুণ্ঠন ও বিলিয়ন বিলিয়ন ডলার পাচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যক্তিগত ও দলীয় লাভের জন্য ব্যবহার করা - বক্তব্যে কোনো কিছুই তুলে ধরেননি হাসিনা। তরুণ আন্দোলনকারীরা, তাদের ঘোষণা অনুযায়ী, মুজিবের ধানমন্ডির বাসায় গিয়ে হামলা করে। প্রফেসর মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দৃশ্যত নীরব ছিল, যা ব্যাপকভাবে জনগণের কাছে  ব্যাখ্যার  দাবি রাখে।

মুজিবের বাসা ভেঙে দেয়া হয়তো আওয়ামী  লীগ কর্মীদের কিছু সময়ের জন্য দমিয়ে রাখতে পারবে । কিন্তু  বিদেশে বসবাসকারী দলের কর্মীরা  এই ঘটনাটিকে  সহানুভূতি অর্জনের জন্য কাজে লাগাবে । তবে যে যুবকরা রাজনৈতিকভাবে বাসাটিকে ভাঙার নেতৃত্ব দিয়েছেন তাদের বুঝতে হবে যে, ঐতিহাসিক এই বাড়িটি একটি ‘জাতীয় সম্পত্তি’  ।  স্বাধীনতা-উত্তর বাংলাদেশে শেখ মুজিবুর রহমান কর্তৃত্ববাদী শাসনের সূচনা করেছিলেন তা সত্য, তবে এটাও সত্য যে, পূর্ব বাংলার স্বায়ত্তশাসন আন্দোলনকে স্বাধীনতার আন্দোলনে রূপান্তরিত করার জন্য তার মৌলিক অবদান ছিল।  বিশেষ করে  মুক্তিযুদ্ধের সময় বেশিরভাগ মানুষ তার আহ্বানে যুদ্ধের ময়দানে নেমেছিল।  শেষে বলতে হয় , 'ইতিহাস' মুছে ফেলার প্রচেষ্টা ইতিহাসকে এগিয়ে  নিয়ে যেতে  সহায়তা করে না।  বরং এটি  জনগণকে তার ঐতিহাসিকভাবে বৈধ লক্ষ্য অর্জনে বিভ্রান্ত করতে পারে।

mzamin

No comments

Powered by Blogger.