প্রতিবাদের হাতিয়ার লালগালিচা

রূপবতীদের মেলা, নজরকাড়া পোশাক আর বিশ্বের বিভিন্ন প্রান্তের দুর্দান্ত কিছু নতুন ছবির সুবাদে কান অনেক বছর ধরেই চলচ্চিত্রানুরাগীদের কাছে তীর্থস্থান। সিনেমার এই বৈশ্বিক মঞ্চের অন্যতম আকর্ষণ লালগালিচা। শুধু রূপের জৌলুস নয়, বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই উৎসবের ৭১তম আসরের লালগালিচা হয়ে উঠেছিল প্রতিবাদের হাতিয়ার। রাজনৈতিক ইস্যুতে শক্তিশালী বার্তা ছড়িয়ে দিয়েছেন তারকারা। এমন কিছু ঘটনার সাক্ষী হলো দক্ষিণ ফ্রান্সের শহর কান। চলুন ফিরে দেখি-
১. গাজা সীমান্তে ৬০ জন ফিলিস্তিনিকে হত্যার প্রতিবাদ জানান সিরিয়ার ‘মাই ফেভারিট ফেব্রিক’ ছবির অভিনেত্রী মানাল ইসা। ‘সলো: অ্যা স্টার ওয়ার্স স্টোরি’র প্রিমিয়ারে অংশ নিতে এসে ২৬ বছর বয়সী এই ফরাসি-লেবানিজ তারকা দু’হাত উঁচু করে একটি কাগজ তুলে ধরেন। এতে লেখা ছিল ‘গাজায় হামলা বন্ধ করুন!!’ জেরুজালেমে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদ করায় বিক্ষোভকারীদের ওপর নির্মমভাবে গুলি চালায় ইসরায়েলি সেনাবাহিনী।
1 ‘মাই ফেভারিট ফেব্রিক’ ছবির অভিনেত্রী মানাল ইসা
২. ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবির উদ্বোধনী প্রদর্শনীর আগে পালে দো ফেস্টিভ্যাল ভবনের সামনে লালগালিচায় দুটি আংটি পরে আসেন স্পাইক লি। এর একটিতে লেখা ছিল ‘লাভ', অন্যটিতে ‘হেট’। আংটি জোড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ বিভাজনের মনোভাবকে নিন্দা জানান তিনি।
3
আংটি জোড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ বিভাজনের মনোভাবকে নিন্দা
৩. লালগালিচায় স্পাইক লি'র পায়ে ছিল একজোড়া নাইকি জুতা। এর একটি সাদা, অন্যটি কালো। দুটি জুতাতেই উল্লেখ ছিল নিজের ছবির নাম ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’। বর্ণবাদী মানুষদের প্রশ্নবিদ্ধ করেছে তার ওই জুতাজোড়া।
2.
স্পাইক লি'র পা
৪. কান উৎসবের লালগালিচায় নারীদের পায়ে উঁচু হিল থাকতেই হবে, এমন একটা অঘোষিত নিয়ম আছে। সেই ফ্যাশন নীতিকে বিদ্রূপ করেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ছবির প্রিমিয়ারের আগে উঁচু হিল খুলে খালি পায়ে কানের লালগালিচায় হেঁটেছেন ‘টোয়াইলাইট’ তারকা।
4
ফ্যাশন নীতিকে বিদ্রূপ
৫. কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একত্রিত হয়ে সংহতি প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পে যুক্ত ৮২ জন নারী। তাদের মধ্যে ছিলেন জেন ফন্ডা, সালমা হায়েক, কেট ব্ল্যানচেট, মারিয়ন কঁতিয়া, নন্দিতা দাসের মতো তারকারা। বিভিন্ন দেশের চলচ্চিত্র শিল্পে সংগ্রামরত নারীদের পক্ষে সোচ্চার কণ্ঠস্বরের ডাক দিতে সমবেত হলেন তারা।
5 (1)
সম্মিলিত প্রতিবাদ
5 (3)
সম্মিলিত প্রতিবাদে তারকারা
5 (4)
দু’হাত তুলে সম্মিলিত প্রতিবাদে
5 (2)
সম্মিলিত প্রতিবাদের পুরো চিত্র
৬. ২০২০ সালের মধ্যে লিঙ্গ সমতা আনার লক্ষ্যে হলিউডে চলছে ফিফটি/ফিফটি আন্দোলন। লালগালিচায় এর সঙ্গে সংহতি প্রকাশ করেন ইতালিয়ান অভিনেত্রী অ্যালবা রোরওয়াচার।
6
ফিফটি/ফিফটি আন্দোলন
৭. পর্তুগালের জোয়াও সালাভাজা ও ব্রাজিলের নারী নির্মাতা রেনে নাদের মেসোরার ‘দ্য ডেড অ্যান্ড দ্য আদারস’ ছবির কলাকুশলীরা লালগালিচায় দু’হাত উঁচু করে কয়েকটি লাল কাগজে তুলে ধরেন। এসবে কালো অক্ষরে লেখা ছিল বিভিন্ন বার্তা। কেউ তুলে ধরেন, ‘আদিবাসীদের জমি বুঝিয়ে দিন এখনই।’ কারও হাতের কাগজে ছিল, ‘আদিবাসীদের ওপর গণহত্যা বন্ধ করুন।’ আরেকজনের বার্তায় দেখা গেছে, ‘সীমানা নির্ধারণ হোক এখনই।’ কেউবা বলেছেন, ‘আদিবাসী জনগোষ্ঠীর জমি নির্ধারণ করুন।’ ছবিটির গল্প আদিবাসীদের ঘিরে।
7 (1)
আদিবাসী জনগোষ্ঠীর জন্য প্রতিবাদ
৮. কান উৎসব চলাকালে প্রকাশিত হয়েছে ‘ব্ল্যাক ইজ নট মাই জব’ নামের একটি গ্রন্থ। এটি সম্মিলিতভাবে লিখেছেন ১৬ জন কৃষ্ণাঙ্গ নারী। লালগালিচায় তারা সমবেত হয়ে বর্ণবাদ বিরোধী বার্তা ছড়িয়েছেন।
8
‘ব্ল্যাক ইজ নট মাই জব’-এর বিশেষ কাজ!
৯. ইরানি নির্মাতা জাফর পানাহিকে গৃহবন্দি করে রেখেছে ইরান সরকার। ‘থ্রি ফেসেস’ ছবির প্রদর্শনীর আগে তার ছেলেমেয়ে সোলমাজ পানাহি ও পানাহ পানাহি লালগালিচায় একসঙ্গে হাজির হয়ে মনে করিয়ে দিলেন সেই বার্তা।
9
জাফর পানাহির জন্য প্রতিবাদ
১০. রুশ নির্মাতা কিরিল সেরেব্রেনিকভকে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে গৃহবন্দি করে রেখেছে রাশিয়ার সরকার। তাই প্রতিবাদ জানাতে তার নতুন ছবি ‘লেটো’র প্রিমিয়ারের আগে লালগালিচায় ‘কিরিল সেরেব্রেনিকভ’ লেখা বড় কাগজ হাতে নিয়ে আসেন অভিনেত্রী ইরিনা স্তাশেনবাউম। লালগালিচায় হাঁটার পর পরিচালকের নাম লেখা বড় কাগজটি সহশিল্পীদের হাতে দিয়ে দু’হাতে ভালোবাসার চিহ্ন দেখান ইরিনা। ‘লেটো’র কলাকুশলীরা লালগালিচায় পা মাড়িয়ে সিঁড়িতে উঠে দাঁড়ালে ‘কিরিল সেরেব্রেনিকভ’ লেখা বড় কাগজটি আলোকচিত্রীদের দিকে তুলে ধরেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। আরেকজন ‘ফ্রি সেরেব্রেনিকভ’ কাগজ হাতে নিয়ে লালগালিচায় হেঁটে সংহতি প্রকাশ করেন। আর কিরিলের একটি ছবি থাকা মনোগ্রাম একহাতে প্রদর্শন করেন ‘লেটো’র অভিনেতা টিও ইও।
10 (1)
কিরিল সেরেব্রেনিকভর জন্য প্রতিবাদ
10 (5)
কিরিল সেরেব্রেনিকভর জন্য প্রতিবাদ

No comments

Powered by Blogger.