বিজিবি শক্ত অবস্থানে থাকায় ভারত বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে
কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিজিবি ও বিএসএফের ভেতরে একটা আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমাদের বিজিবি শক্ত অবস্থান নেয়ায় ভারত এই জায়গায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে- আগের সরকার যেহেতু কিছু কিছু জায়গায় লিখিত দিয়ে গেছে। এই জায়গায় এটা করতে পারবে, ওই জায়গায় ওইটা করতে পারবে। যেগুলো তাদের দেয়া উচিত হয়নি। উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় বিজিবির সঙ্গে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেয়ায় অন্য জায়গাগুলোতে তারা কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। তাদের এ শক্ত অবস্থানের জন্য বিজিবি এবং বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। স্থানীয় সাংবাদিকরা আমাদের এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করেছেন। ভারতের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানিয়েছি। পররাষ্ট্র মন্ত্রণালয় দু’একদিনের মধ্যে ভারতীয় হাইকমিশনারকে ডেকে বসতে পারে, এটার ব্যাপারে কী করবেন সে বিষয়ে। সীমান্তে এখন কি অবস্থা- এ বিষয়ে উপদেষ্টা বলেন, কাজ বন্ধ আছে। যে কয়টা জায়গায় কাজ শুরু হয়েছিল সব জায়গায় বন্ধ আছে। আমরা এই কাজগুলো করতে দেবো না।
লালমনিরহাটের তিন বিঘা করিডোরে বড় সমস্যা দেখা দিয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘১৯৭৪ সালে যখন বেরুবাড়ী চুক্তি হয়েছে। তখন আমরা বেরুবাড়ী দিয়ে দিয়েছি। আমাদের সংসদ সেটা অনুসমর্থন করেছে। কিন্তু তিন বিঘা করিডোরে যাওয়ার জন্য আমাদের প্যাসেজটা দেয়ার কথা ছিল ভারতের। এটা সারা জীবনের জন্য তারা আমাদের দিয়ে দেবে। আমরা দিয়ে দিয়েছি। কিন্তু তারা সংসদে অনুসমর্থন করেননি। জায়গাটা আমাদের দেয়নি।
একঘণ্টা খুলে আবর একঘণ্টা বন্ধ রাখতো। ৬ ঘণ্টা খুলতো, ৬ ঘণ্টা বন্ধ রাখতো। রাতে পুরোটাই বন্ধ থাকতো। ২০১০ সালে একটি চুক্তি হয়, সেখানে বলা হয় করিডোর ২৪ ঘণ্টা খোলা থাকবে। আমরা ব্যবহার করতে পারবো। তার পরিবর্তে একটা বিরাট ঝামেলা করেছে যে, আঙ্গরপোতা-দহগ্রামে আমাদের যে জায়গাটি সেখানে জিরো লাইনের ওপরে তারা কাঁটাতারের বেড়া দিতে পারবে। যেখানে বলা আছে ১৫০ গজের মধ্যে করতে পারবে না। এজন্য সেখানে বড় ধরনের একটি সমস্যা হচ্ছে। তারা সেখানে বেড়া নির্মাণ করতে গেলে আমরা বাধা দেই। কিন্তু আইনগতভাবে বাধা দেয়ার এখতিয়ার নেই। যেহেতু আমরা ইতিমধ্যে সাইন করেছি। আমরা যদি সেখানে বেশি কঠোর হই তারা আবার প্রবেশের ক্ষেত্রে ঝামেলা করবে। এ বিষয়ে আগামী ১৬ই ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক আছে। এগুলো নিয়ে আলোচনা হবে যাতে কাজগুলো বন্ধ করা যায়। সীমান্তে আমরা শক্তি বাড়াচ্ছি কিনা- এ বিষয়ে উপদেষ্টা বলেন, বর্ডারে আমাদের প্রচুর শক্তি আছে। জনগণ হলো আমার বড় শক্তি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কঠোর অবস্থানে আছি। আমাদের জায়গা দেবো না আমরা তো কঠোরই। তারা তো বিভিন্ন জায়গায় সমস্যা করার চেষ্টা করবে। আমরা যেভাবেই হোক কৌশলে সেই সমস্যার সমাধান করবো। গত সরকার কিছু সুবিধা দিয়ে ভারতের সঙ্গে অসম চুক্তি করেছে সেই সুবিধাগুলো বাতিল করা হবে কিনা- এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এজন্যই তো আমাদের বিজিবি মহাপরিচালক ফেব্রুয়ারি মাসে যাচ্ছেন। আমরা তাদের একটি চিঠিও দেবো। যে অসম চুক্তিগুলো হয়েছে সেগুলো যাতে বাদ দেয়া যায়। এই সমস্যার সমাধান হবে বলেও আশাবাদী স্বরাষ্ট্র উপদেষ্টা। এলিফ্যান্ট রোডে একজন ব্যবসায়ীকে কোপানো হয়েছে। এসব ঘটনা ছড়িয়ে পড়ছে- দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাঝে মাঝে ঘটনা ঘটছে। আগে এত মিডিয়া ছিল না, এখন একটা আওয়াজ হলে আপনারা জেনে যান। আগে এত জানাজানি হতো না। আপনারা এসব জানাচ্ছেন বলে আমরা উপকৃত হচ্ছি। সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিচ্ছি। যদি আপনারা না জানাতেন হয়তো আরও বেড়ে যেতো।
No comments