প্রার্থিতার দোরগোড়ায় হিলারি-ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়নের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেলেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস প্রতিযোগিতার দরজায় পা রাখতে প্রাথমিক ধাপের ঠিক কাছাকাছি রয়েছেন ডেমোক্রেট ও রিপাবলিকান শিবিরের এ দুই তুখোড় রাজনীতিক। ডেমোক্রেট শিবিরে হিলারি এগিয়ে থাকলেও এখনও অনেক বাধা টপকাতে হবে রিপাবলিকানের ট্রাম্পকে। কারণ রিপাবলিকান দলের দুই মনোনয়ন প্রত্যাশী টেড ক্রুজ ও জন কাসিচ জোট বাঁধায় কিছুটা ধন্দের মধ্যে রয়েছেন ট্রাম্প। খবর এএফপি, বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।
স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত পাঁচটি অঙ্গরাজ্যের ভোটে দু’জনই বড় জয় পেয়েছেন। এ জয়ে চলতি বছরের ৮ নভেম্বরের নির্বাচনে এ দু’জনই মুখোমুখি হবেন বলে ধারণাটা আরও পাকাপোক্ত হল। বিবিসি জানিয়েছে, এ ভোটে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী মার্কিন ধনকুবের ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প মেরিল্যান্ডে ৫৪ শতাংশ, ডেলাওয়ারে ৬১ শতাংশ, পেনসিলভানিয়ায় ৫৭ শতাংশ, কানেকটিকাট ৫৮ শতাংশ ও রোড আইল্যান্ডে ৬৪ শতাংশ ভোট পেয়ে পাঁচটি অঙ্গরাজ্যের সবকটিতে জয় পেয়েছেন। এ জয়ের পর ট্রাম্প বলেন, আমি নিজেকে মার্কিন নির্বাচনের মনোনয়নের যোগ্য মনে করছি। তাই সিনেটর টেড ক্রুজ ও গভর্নর জন কাসিচের এ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো উচিত। অন্যদিকে পাঁচ রাজ্যের মধ্যে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন মেরিল্যান্ডে ৬৪ শতাংশ, ডেলাওয়ারে ৬০ শতাংশ, পেনসিলভানিয়ায় ৫৬ শতাংশ, কানেকটিকাটে ৫২ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। হিলারির একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স শুধু রোড আইল্যান্ডে ৫৫ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছেন। এখানে হিলারি পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। ডেমোক্রেট দলের মনোনয়ন পাওয়ার জন্য ২,৩৮৩ ডেলিগেট প্রয়োজন। গত ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া প্রাইমারি নির্বাচনে এ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত খবরে বলা হয়েছে, ২,১৫৬ ডেলিগেট পেয়েছেন হিলারি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স পেয়েছেন মাত্র ১,৩৭৪ ডেলিগেট। রিপাবলিকান দলের মনোনয়ন লাভের জন্য ১,২৩৭ ডেলিগেট পেতে হবে। ট্রাম্প এ পর্যন্ত ৯৫১ ডেলিগেট পেয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত পাঁচটি অঙ্গরাজ্যের ভোটে দু’জনই বড় জয় পেয়েছেন। এ জয়ে চলতি বছরের ৮ নভেম্বরের নির্বাচনে এ দু’জনই মুখোমুখি হবেন বলে ধারণাটা আরও পাকাপোক্ত হল। বিবিসি জানিয়েছে, এ ভোটে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী মার্কিন ধনকুবের ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প মেরিল্যান্ডে ৫৪ শতাংশ, ডেলাওয়ারে ৬১ শতাংশ, পেনসিলভানিয়ায় ৫৭ শতাংশ, কানেকটিকাট ৫৮ শতাংশ ও রোড আইল্যান্ডে ৬৪ শতাংশ ভোট পেয়ে পাঁচটি অঙ্গরাজ্যের সবকটিতে জয় পেয়েছেন। এ জয়ের পর ট্রাম্প বলেন, আমি নিজেকে মার্কিন নির্বাচনের মনোনয়নের যোগ্য মনে করছি। তাই সিনেটর টেড ক্রুজ ও গভর্নর জন কাসিচের এ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানো উচিত। অন্যদিকে পাঁচ রাজ্যের মধ্যে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন মেরিল্যান্ডে ৬৪ শতাংশ, ডেলাওয়ারে ৬০ শতাংশ, পেনসিলভানিয়ায় ৫৬ শতাংশ, কানেকটিকাটে ৫২ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। হিলারির একমাত্র প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স শুধু রোড আইল্যান্ডে ৫৫ শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছেন। এখানে হিলারি পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। ডেমোক্রেট দলের মনোনয়ন পাওয়ার জন্য ২,৩৮৩ ডেলিগেট প্রয়োজন। গত ফেব্র“য়ারি থেকে শুরু হওয়া প্রাইমারি নির্বাচনে এ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত খবরে বলা হয়েছে, ২,১৫৬ ডেলিগেট পেয়েছেন হিলারি। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স পেয়েছেন মাত্র ১,৩৭৪ ডেলিগেট। রিপাবলিকান দলের মনোনয়ন লাভের জন্য ১,২৩৭ ডেলিগেট পেতে হবে। ট্রাম্প এ পর্যন্ত ৯৫১ ডেলিগেট পেয়েছেন।
No comments