সংকটে মালদ্বীপ
মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে ফের ভোট বন্ধের নির্দেশের পর দেশটি গভীর রাজনৈতিক সংকটে পড়েছে। রোববার দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা ছিল। শনিবার প্রথম দফা ভোটে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের জয়লাভের পর সুপ্রিমকোর্ট ভোট বন্ধের নির্দেশ দেয়। সংবিধান অনুযায়ী ১১ নভেম্বরের মধ্যে দেশটিতে নতুন প্রেসিডেন্টকে শপথ নিতে হবে। এদিকে যথাসময়ে নির্বাচন না হওয়ায় সোমবার পার্লামেন্টের স্পিকার আবদুল্লাহ শহিদ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদকে তার মেয়াদ শেষের বিষয়ে হুশিয়ার করেন এবং এ মেয়াদ বাড়ানো যাবে না বলেও জানান। স্পিকার প্রেসিডেন্ট ওয়াহিদকে জানান, সংবিধান অনুযায়ী তার দেশ শাসনের অধিকার নেই। কারণ ওয়াহিদের মেয়াদ শেষ হয়ে গেছে। রোববার দ্বিতীয় দফা নির্বাচন সম্পন্ন হলে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হতেন। কিন্তু আমেরিকাসহ আর্ন্তজাতিক বিশ্বের চাপ সত্ত্বেও সুপ্রিমকোর্ট বিতর্কিত এ নির্দেশ জারি করে। ওয়াহিদকে লেখা চিঠিতে স্পিকার আরও জানান, প্রেসিডেন্টের মেয়াদ বাড়ানোর কোনো বিধান নেই। প্রথম দফা ভোটে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ প্রায় ৪৭ শতাংশ ভোট পান। বর্তমানে ক্ষমতায় আসার ক্ষেত্রে তিনি সবার চেয়ে এগিয়ে রয়েছেন। নাশিদ আদালত ও ওয়াহিদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার ক্ষমতায় আসায় বাধা দিতেই ভোট বন্ধের নির্দেশ জারি করা হয়েছে। একসময়ের রাজনৈতিক বন্দি ও পরিবেশকর্মী মোহাম্মদ নাশিদ ২০০৮ সালে অনুষ্ঠিত বহুদলীয় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন।
এর মধ্য দিয়ে মামুন আবদুল গাইয়ুমের ৩০ বছরের কঠোর শাসনের অবসান ঘটে। কিন্তু বিচার বিভাগসহ নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতভেদের কারণে ২০১২ সালের ফেব্র“য়ারিতে নাশিদ পদত্যাগে বাধ্য হন। একে তিনি ‘অভ্যুত্থান’ বলে বর্ণনা করেন। এরপর চলতি বছর ৭ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফা ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়। কিন্তু ভোটার তালিকা ত্র“টিপূর্ণ থাকার অভিযোগে ২৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্ট দ্বিতীয় দফা অনুষ্ঠেয় নির্বাচন বন্ধ ও প্রথম দফার ভোট বাতিল করে। ফলে নতুন করে ১৯ অক্টোবর নির্বাচনের আয়োজন করা হয়। কিন্তু সংশোধিত ভোটার তালিকা অনুমোদনে অস্বীকৃতি জানান নির্বাচনে অপর দুই প্রার্থী আবদুল্লাহ ইয়ামেন ও কাশিম ইব্রাহিম। ফলে সে উদ্যোগও ব্যর্থ হয়। এরপর সর্বশেষ ৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিকে তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট ওয়াহিদ রোববার রাতে পদত্যাগ না করার অঙ্গীকার করেন। সুপ্রিমকোর্টের হস্তক্ষেপের নিন্দাপ্রকাশ যুক্তরাষ্ট্রের : মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার মালদ্বীপের সুপ্রিমকোর্টের ফের নির্বাচন স্থগিত করার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে দেশটি জানায়, নির্বাচনী প্রক্রিয়ায় সুপ্রিমকোর্টের বারবার অন্যায্য হস্তক্ষেপ দেশটির গণতন্ত্রকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। জনগণের সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাদের কাছ থেকে কেড়ে নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। এদিকে, শ্রীলংকা এক বিবৃতিতে সুপ্রিমকোর্টের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দাজ্ঞাপন করেছে। এএফপি।
No comments