চালু হলো বিমানের সিলেট-দুবাই ফ্লাইট by ওয়েছ খছরু
সিলেটে
ব্যবসার পরিধি বাড়াচ্ছে বাংলাদেশ বিমান। আন্তর্জাতিক রুটে বাড়াচ্ছে
উড়োজাহাজ। এতে করে নতুন নতুন রুটও চালু হচ্ছে সিলেট থেকে। গতকাল স্বাধীনতা
দিবসে সিলেট থেকে দুবাই সরাসরি ফ্লাইট সার্ভিস চালু করা হয়েছে। যাত্রীচাপ
বিবেচনা করে বিমানের পক্ষ থেকেই নতুন করে এই ফ্লাইট চালু করা হলো বলে
জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী কয়েক মাসের মধ্যে মাস্কাট সহ আরো কয়েকটি রুটে
ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন তারা। সিলেট ওসমানী আন্তর্জাতিক
বিমানবন্দর থেকে সরাসরি যাতায়াতের জন্য বিমানের কোনো ফ্লাইট ছিলো না। লন্ডন
সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফ্লাইট এলেও যাত্রীদের যেতো হতো ঢাকা হয়ে।
এতে বাংলাদেশ বিমানের বহির্বিশ্বের যাত্রীদের নানা ভোগান্তি পোহাতে হতো।
দাবি রয়েছে- সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু করা। তবে বছর খানেক আগে থেকে
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সরাসরি ফ্লাইট চালু করেছিল ফ্লাই
দুবাই। বিদেশি এই উড়োজাহাজ সংস্থাটি সপ্তাহে দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশ
থেকে ৫টি ফ্লাইট সিলেটে অপারেট করে থাকে। সরাসরি ফ্লাইট চালু করায় ফ্লাই
দুবাই এতোদিন একাই সিলেটের যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছিল। গতকাল থেকে এই
সেবা চালু করলো
বাংলাদেশ বিমানও। সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে ১৫৬ জন যাত্রী নিয়ে সিলেট থেকে দুবাইয়ের পথে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। এর আগে দোয়া মাহফিলের মাধ্যমে এই ফ্লাইটের উদ্বোধনও করা হয়। এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং হজ্ব এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রতিনিধিসহ বিমান ও বিমানবন্দরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিমানের সিলেট অফিসের রিজার্ভেশন অ্যান্ড সেলস ইনচার্জ শাহনেওয়াজ মজুমদার গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন- বাংলাদেশ বিমান দুবাইয়ে সরাসরি ফ্লাইট চালু করলো। ভবিষ্যতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানববন্দর থেকে আরো নতুন নতুন রুটে ফ্লাইট চালু করা হবে। তিনি বলেন- প্রাথমিকভাবে তারা সপ্তাহে দুই দিন ওইরুটে সিলেট থেকে দুবাই পর্যন্ত ফ্লাইট চালু করেছেন। পরে ফ্লাইট সংখ্যা আরো বাড়ানো হবে। পাশাপাশি বিভিন্ন দেশের আরো কয়েকটি রুটেও তারা খুব শিগগিরই ফ্লাইট অপারেট করতে যাচ্ছেন। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল জানিয়েছেন- ‘বিমানের ফ্লাইট চালু হওয়ায় আমরা দারুণ খুশি। এই রুটের প্রায় সব যাত্রীরাই সিলেটি। সুতরাং নিজ দেশের বিমানে কেউ যাতায়াত করবে- এটা এতোদিন স্বপ্ন ছিল। এখন সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা আশা করি অচিরেই বিমান আরো নতুন নতুন রুটেও তাদের ফ্লাইট কার্যক্রম শুরু করবে।’ তিনি দাবি জানিয়ে বলেন- ‘সিলেটবাসীর প্রধান দাবি সিলেট থেকে হিথ্রো পর্যন্ত রুট চালু হওয়া। আমরা বিমানের সঙ্গে আলোচনায় রয়েছি। বিমান কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন তারাও এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। সিলেট থেকে লন্ডন ফ্লাইট চালু করে কাঙ্ক্ষিত একটি দাবির সুরাহা হবে বলে জানান তিনি।’ বিমানের সিলেট অফিসের ভারপ্রাপ্ত জেলা ব্যবস্থাপক মো. আলী আকবর হাওলাদার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী সাধারণের সুবিধা বিবেচনায় সিলেট-দুবাই রুটে দু’টি সরাসরি ফ্লাইট চালু করা হচ্ছে। সপ্তাহের প্রতি সোমবার এবং শুক্রবার সিলেট থেকে দু’টি ফ্লাইট দুবাই’র উদ্দেশ্যে ছেড়ে যাবে। বর্তমানে আন্তর্জাতিক বিমান অপারেটর ফ্লাই দুবাই সিলেট থেকে দুবাইয়ে সপ্তাহে ৫টি ফ্লাইট অপারেট করছে। ১৯৯৮ সালে ওসমানী বিমাবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। এরপর সিলেট থেকে লন্ডনসহ আরো কয়েকটি রুটে বিমানের ফ্লাইট চালু ছিল। পরবর্তীতে নানা অজুহাতে ওই ফ্লাইটগুলো গুটিয়ে নেয়া হয়েছিল। এদিকে- সরাসরি ফ্লাইট চালু করতে সিলেট ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন নির্মিত হয়েছে।
বাংলাদেশ বিমানও। সন্ধ্যায় সাড়ে ৬ টার দিকে ১৫৬ জন যাত্রী নিয়ে সিলেট থেকে দুবাইয়ের পথে উড়াল দিয়েছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। এর আগে দোয়া মাহফিলের মাধ্যমে এই ফ্লাইটের উদ্বোধনও করা হয়। এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং হজ্ব এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর প্রতিনিধিসহ বিমান ও বিমানবন্দরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিমানের সিলেট অফিসের রিজার্ভেশন অ্যান্ড সেলস ইনচার্জ শাহনেওয়াজ মজুমদার গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন- বাংলাদেশ বিমান দুবাইয়ে সরাসরি ফ্লাইট চালু করলো। ভবিষ্যতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানববন্দর থেকে আরো নতুন নতুন রুটে ফ্লাইট চালু করা হবে। তিনি বলেন- প্রাথমিকভাবে তারা সপ্তাহে দুই দিন ওইরুটে সিলেট থেকে দুবাই পর্যন্ত ফ্লাইট চালু করেছেন। পরে ফ্লাইট সংখ্যা আরো বাড়ানো হবে। পাশাপাশি বিভিন্ন দেশের আরো কয়েকটি রুটেও তারা খুব শিগগিরই ফ্লাইট অপারেট করতে যাচ্ছেন। সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল জানিয়েছেন- ‘বিমানের ফ্লাইট চালু হওয়ায় আমরা দারুণ খুশি। এই রুটের প্রায় সব যাত্রীরাই সিলেটি। সুতরাং নিজ দেশের বিমানে কেউ যাতায়াত করবে- এটা এতোদিন স্বপ্ন ছিল। এখন সেটি বাস্তবায়ন হতে যাচ্ছে। আমরা আশা করি অচিরেই বিমান আরো নতুন নতুন রুটেও তাদের ফ্লাইট কার্যক্রম শুরু করবে।’ তিনি দাবি জানিয়ে বলেন- ‘সিলেটবাসীর প্রধান দাবি সিলেট থেকে হিথ্রো পর্যন্ত রুট চালু হওয়া। আমরা বিমানের সঙ্গে আলোচনায় রয়েছি। বিমান কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন তারাও এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন। সিলেট থেকে লন্ডন ফ্লাইট চালু করে কাঙ্ক্ষিত একটি দাবির সুরাহা হবে বলে জানান তিনি।’ বিমানের সিলেট অফিসের ভারপ্রাপ্ত জেলা ব্যবস্থাপক মো. আলী আকবর হাওলাদার প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রী সাধারণের সুবিধা বিবেচনায় সিলেট-দুবাই রুটে দু’টি সরাসরি ফ্লাইট চালু করা হচ্ছে। সপ্তাহের প্রতি সোমবার এবং শুক্রবার সিলেট থেকে দু’টি ফ্লাইট দুবাই’র উদ্দেশ্যে ছেড়ে যাবে। বর্তমানে আন্তর্জাতিক বিমান অপারেটর ফ্লাই দুবাই সিলেট থেকে দুবাইয়ে সপ্তাহে ৫টি ফ্লাইট অপারেট করছে। ১৯৯৮ সালে ওসমানী বিমাবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়। এরপর সিলেট থেকে লন্ডনসহ আরো কয়েকটি রুটে বিমানের ফ্লাইট চালু ছিল। পরবর্তীতে নানা অজুহাতে ওই ফ্লাইটগুলো গুটিয়ে নেয়া হয়েছিল। এদিকে- সরাসরি ফ্লাইট চালু করতে সিলেট ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন নির্মিত হয়েছে।
No comments