দেরিতে শুরু হবে ব্রাজিল বিশ্বকাপ
জুনে শুরু, জুলাইয়ে শেষ—এটাই হচ্ছে বিশ্বকাপের চিরায়ত সূচি। দিন কয়েক আগেকার খবর, এই ঐতিহ্য বদলে দিতে পারে ২০২২ কাতার বিশ্বকাপ। কাতারের বিষয়টি তো অনেক পরের ব্যাপার, বিশ্বকাপের অতীত ঐতিহ্য ভেঙে দিতে পারে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপই। মধ্য জুনে নয়, ব্রাজিল বিশ্বকাপ শুরু হতে পারে জুলাইতে। বিশ্বকাপকে আরও আকর্ষণীয় করতে যেসব বিষয় সামনে নিয়ে এসেছে ফিফা, বিশ্বকাপ দেরিতে শুরু করাটা তার অন্যতম।
বিশ্বকাপ সাধারণত শুরু হয় ইউরোপিয়ান ক্লাব মৌসুম শেষের এক সপ্তাহ পর। দীর্ঘ মৌসুমের ক্লান্তিতে মিয়ম্রাণ তারকা ফুটবলাররা বিশ্বমঞ্চে নিজেদের তারকাদ্যুতি ছড়াতে পারেন না। এই বছরে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই যেমন ওয়েইন রুনি, ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা, দিদিয়ের দ্রগবাদের পারফরম্যান্স ছিল সাধারণ মানের। এটি ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারকে খুব নাড়া দিয়েছে। তাই খেলোয়াড়েরা যাতে একটু বেশি সময় ধরে বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে বিশ্বকাপের মঞ্চে খেলতে পারেন, তারই জন্য এই দেরিতে শুরু করার ভাবনা।
দেরিতে শুরু করার পাশাপাশি ফিফা ভাবছে বিকল্প পথও—বিশ্বকাপের বছর ক্লাব ফুটবলের মৌসুম শেষ করা চাই একটু আগেভাগে।
বিশ্বকাপ সাধারণত শুরু হয় ইউরোপিয়ান ক্লাব মৌসুম শেষের এক সপ্তাহ পর। দীর্ঘ মৌসুমের ক্লান্তিতে মিয়ম্রাণ তারকা ফুটবলাররা বিশ্বমঞ্চে নিজেদের তারকাদ্যুতি ছড়াতে পারেন না। এই বছরে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপেই যেমন ওয়েইন রুনি, ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা, দিদিয়ের দ্রগবাদের পারফরম্যান্স ছিল সাধারণ মানের। এটি ফিফার সভাপতি সেপ ব্ল্যাটারকে খুব নাড়া দিয়েছে। তাই খেলোয়াড়েরা যাতে একটু বেশি সময় ধরে বিশ্রাম নিয়ে তরতাজা হয়ে বিশ্বকাপের মঞ্চে খেলতে পারেন, তারই জন্য এই দেরিতে শুরু করার ভাবনা।
দেরিতে শুরু করার পাশাপাশি ফিফা ভাবছে বিকল্প পথও—বিশ্বকাপের বছর ক্লাব ফুটবলের মৌসুম শেষ করা চাই একটু আগেভাগে।
No comments