স্লোভেনিয়ায় প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র
পূর্ব ইউরোপের দেশ স্লোভেনিয়ার একটি শহরের মেয়র নির্বাচনে গত রোববার প্রথমবারের মতো একজন আফ্রিকান কৃষ্ণাঙ্গ বিজয়ী হয়েছেন। ঘানার বংশোদ্ভূত পিটার বসম্যান নামের ওই ব্যক্তিই হলেন দেশটির প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ মেয়র। এ কারণে তাঁকে অনেকে ‘স্লোভেনিয়ার বারাক ওবামা’ বলেও অভিহিত করছেন।
স্লোভেনিয়ার উপকূলীয় পিরান শহর থেকে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী তোমাজ গান্টারকে পেছনে ফেলে নির্বাচিত হন বসম্যান। তিনি পেশায় একজন চিকিৎসক। ১৯৭৭ সালে সাবেক যুগোস্লোভিয়ায় বসম্যান ডাক্তারি পড়তে যান। তখন থেকেই তিনি সে দেশে অবস্থান করছেন। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বোরুট পাহোরের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন করেন।
ফলাফল ঘোষণার পর বসম্যান বলেন, ‘আমি এ দেশকে ভালোবাসি। স্লোভেনিয়া আমার ঘর।’ তিনি বলেন, স্লোভেনিয়ায় যে উন্নত গণতন্ত্রচর্চা হচ্ছে, তাঁর বিজয়ই সেটা প্রমাণ করে।
১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়া দেশ স্লোভেনিয়ার জনসংখ্যা ২০ লাখ। ২০০৪ সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়।
স্লোভেনিয়ার উপকূলীয় পিরান শহর থেকে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী তোমাজ গান্টারকে পেছনে ফেলে নির্বাচিত হন বসম্যান। তিনি পেশায় একজন চিকিৎসক। ১৯৭৭ সালে সাবেক যুগোস্লোভিয়ায় বসম্যান ডাক্তারি পড়তে যান। তখন থেকেই তিনি সে দেশে অবস্থান করছেন। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বোরুট পাহোরের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টির মনোনয়ন নিয়ে তিনি নির্বাচন করেন।
ফলাফল ঘোষণার পর বসম্যান বলেন, ‘আমি এ দেশকে ভালোবাসি। স্লোভেনিয়া আমার ঘর।’ তিনি বলেন, স্লোভেনিয়ায় যে উন্নত গণতন্ত্রচর্চা হচ্ছে, তাঁর বিজয়ই সেটা প্রমাণ করে।
১৯৯১ সালে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়া দেশ স্লোভেনিয়ার জনসংখ্যা ২০ লাখ। ২০০৪ সালে দেশটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়।
No comments