আবিষ্কার খবর- আমাজনে নতুন নতুন প্রজাতির সাপ ব্যাঙ মাছ

আমাজন জঙ্গলে নতুন নতুন প্রজাতির সাপ, মাছ, বিষাক্ত ব্যাঙ ও লম্বা তীক্ষ্ন দাঁতযুক্ত মাকড়সার সন্ধান মিলেছে।
প্রতি তিন দিনে সেখানে অন্তত একটি করে নতুন প্রজাতির প্রাণী বা উদ্ভিদের সন্ধান পাওয়া যাচ্ছে।
এসব প্রাণীর মধ্যে বানরখেকো মাগুর মাছ ও ১৩ ফুট লম্বা অ্যানাকোন্ডা রয়েছে। পরিবেশবাদী সংগঠন ডব্লিউডব্লিউএফের গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
জাপানে জাতিসংঘের বৈঠকের পাশাপাশি এক বৈঠকে গতকাল মঙ্গলবার ডব্লিউডব্লিউএফের প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে বলা হয়, বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাবে বহু প্রাণী বিলুপ্ত হওয়ার হুমকিতে রয়েছে। এসব প্রাণী বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আমাজন জঙ্গল সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ডব্লিউডব্লিউএফ জানায়, ১৯৯৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১০ বছরে আমাজন জঙ্গলে এক হাজার ২২০টি নতুন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সন্ধান মিলেছে। এ জঙ্গলে বিচিত্র সব প্রাণীর বাস। যার মধ্যে বেশ কিছু প্রাণীই আমাজনের বাইরে পাওয়া যায় না।
গত এক দশকে আমাজনে পাওয়া নতুন প্রজাতির প্রাণীর মধ্যে উল্লেখযোগ্য হলো ১৩ ফুট লম্বা অ্যানাকোন্ডা। ২০০২ সালে বলিভিয়ার পান্ডু প্রদেশের এ সরীসৃপটির সন্ধান মিলে। এ ছাড়া আমাজনে এক দশকে কোবরাসহ ৫৫ প্রজাতির বিষাক্ত সরীসৃপের সন্ধান মিলেছে। এই জঙ্গলের নদী ও হ্রদ থেকে পাওয়া গেছে অন্তত ২৫৭ প্রজাতির মাছ। এদের মধ্যে ‘গলিয়াথ’ নামের এক ধরনের মাগুর পাওয়া গেছে। এরা বিভিন্ন ধরনের মাছের পাশাপাশি এক ধরনের বানরও খায়। গলিয়াথ আকারে প্রায় দেড় মিটার লম্বা ও ৩২ কেজি ওজনের হয়ে থাকে।
ডব্লিউডব্লিউএফ জানায়, জ্বালানির চাহিদা, পাম অয়েল উৎপাদন, গরুর খামার গড়াসহ নানা কারণে গত ৫০ বছরে আমাজনের ১৭ শতাংশ বন কেটে ফেলা হয়েছে। তাই বিশ্বজুড়ে বন রক্ষায় জোর পদক্ষেপ নেওয়া জরুরি। এএফপি।
====================
খবর- পরমাণু চুল্লিতে জ্বালানি ভরা শুরু করেছে ইরান  কিশোর ফিচার- 'আকাশছোয়াঁ টাওয়ার ‘বুর্জ খলিফা’ by জ়ে হুসাইন  গল্প- 'ঘোস্ট হাউজ অপারেশন' by আব্দুল্লাহ আল নোমান  আলোচনা- 'মহানবীর (সা): আদর্শ জীবন' by অধ্যাপক মুহম্মদ মতিউর রহমান  ভ্রমণ- 'মাধবপুর লেক ভ্রমণে' by খালেদ আহমদ শিমুল  স্বাস্থ্য আলোচনা- 'সুস্থতার জন্য হাসি' by আবু হেনা আবিদ জাফর  বিজ্ঞান আলোচনা- 'মহাকাশের পড়শিরা' by মো: সাইফুল ইসলাম  বিজ্ঞান আলোচনা- 'পরিবেশবান্ধব হাইব্রিড কার' by সাকিব রায়হান  বিজ্ঞান আলোচনা- 'হারিয়ে যাবে দানব গ্রহ!' by সাকিব রায়হান  গল্প- 'ট্রেনের হুইসেল' by হামিদুল ইসলাম  আলোচনা- 'জীবজগতে বেঁচে থাকার কৌশল' by আরিফ হাসান  আলোচনা- 'মিনার : মুসলিম সভ্যতার অনন্য নিদর্শন' by শেখ মারুফ সৈকত 


এই খবর'টি পড়া হয়েছে...
free counters

No comments

Powered by Blogger.