ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে উদ্বেগ
ইরানের অতি উঁচু মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার সিদ্ধান্ত অত্যন্ত উদ্বেগজনক। এতে উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, শতকরা ৬০ ভাগ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত বৃদ্ধি করছে ইরান। এই মাত্রা পারমাণবিক অস্ত্র তৈরিতে যে পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন তার চেয়ে সামান্য কম। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, সম্প্রতি সিরিয়া, লেবানন ও গাজায় সামরিক ও কূটনৈতিকভাবে তেহরান যে ভূমিকা নিয়েছে, তাতে বিষয়টি পরিষ্কার হয়েছে। রাফায়েল গ্রোসি বলেন, এটা কোনো গোপন খবর নয় যে- ইরানের অনেক রাজনীতিক পারমাণবিক অস্ত্র তৈরির আহ্বান জানিয়েছেন। এ নিয়ে কয়েক সপ্তাহে তেহরানে আলোচনা করেছেন গ্রোসি। এরপর তিনি বলেন, ইরানের বর্তমান নেতৃত্বের অধীনে ইরান সেই পথে যায়নি বলেই মনে হয়। লন্ডনভিত্তিক থিঙ্কট্যাংক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ পরিচালিত ‘মানামা ডায়ালগ’ কনফারেন্সের এক ফাঁকে তিনি এসব কথা বলেন। এই বৈঠক হয় বাহরাইনে। সেখানে রাফায়েল গ্রোসি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। বলেন, এমন হামলা করা হলে তেহরানের পক্ষ থেকে তার প্রতিশোধ হবে খুবই ভয়াবহ। এমনকি বড় মাত্রায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে। তিনি আরও সতর্ক করে বলেন, অধিক পরিমাণ দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ার কথা চিন্তা করছে। এসব অস্ত্রের ব্যবহার নিয়ে জনগণের আলোচনা এখন স্বাভাবিক বিষয়। আইএইএ’র শুক্রবারের এক রিপোর্টে রাফায়েল গ্রোসি বলেন, তেহরানের দক্ষিণে ফরডো পারমাণবিক স্থাপনায় দু’টি সেন্ট্রিফিউজে সরবরাহ দেয়া হচ্ছে আংশিক সমৃদ্ধ ইউরেনিয়াম। এই স্থাপনার যে ডিজাইন তাতে দেখা যায়, তারা শতকরা ৬০ ভাগ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। এর ফলে আগের তুলনায় প্রতি মাসে তারা ৩৪ কেজি পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। আগে এর হার ছিল শতকরা ৪.৭ কেজি। ফরদো’তে আরও বেশি নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে আইএইএ। এর মধ্য দিয়ে নিশ্চিত করতে হবে যে, তাদেরকে উচ্চমাত্রায় নিরাপত্তা দেয়া হচ্ছে। পারমাণবিক সরঞ্জাম যেন তারা অন্যত্র স্থানান্তর করতে না পারে। ওদিকে সামরিকভাবে পারমাণবিক কর্মসূচি চালানোর কথা প্রত্যাখ্যান করেছে ইরান। রাফায়েল গ্রোসি বলেছেন, গত এক বছর ধরে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, ইরানে পারমাণবিক কর্মসূচি বৃদ্ধি পেয়েছে। তবে তা সম্ভবত সঠিক দিকেই অগ্রসর হচ্ছে। তিনি বলেন, ২০১৫ সালে ইরানের সঙ্গে যে চুক্তি হয়েছিল তা ২০২৫ সালে এসে কার্যকর নেই। গত মাসে রাজধানী তেহরান সফরে যান রাফায়েল গ্রোসি। এ সময় তাকে ইরানি নেতারা নিশ্চয়তা দিয়েছেন। তারা বলেছেন, তারা সর্বোচ্চ শতকরা ৬০ ভাগ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করবেন। গত সপ্তাহে ইউরোপিয়ান ও ইরানি কর্মকর্তাদের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় সামান্যই অগ্রগতির পর ইরানের ক্রমবর্ধমান ইউরেনিয়াম উৎপাদনের সিদ্ধান্ত আসে। তিনি বলেন, ইরানের ভিতরেও পারমাণবিক কর্মসূচিতে নয়, দেশের প্রয়োজনে পারমাণবিক কর্মসূচির পক্ষে বিভিন্ন গ্রুপ।
No comments