১২ লাখ ডলারের ক্যামেরা
বিরল একটি লাইকা ক্যামেরা নিলামে উঠতে যাচ্ছে হংকংয়ে। এর সম্ভাব্যমূল্য ধরা হয়েছে ১২ লাখ মার্কিন ডলার। সোনা দিয়ে মোড়ানো লাইকা লেক্সাস-২ মডেলের এই ক্যামেরাটি ১৯৩২ সালে তৈরি করা হয়। এটি ওই সিরিজের মাত্র চারটি ক্যামেরার একটি বলে বিবিসি জানিয়েছে। বাকি তিনটি ক্যামেরা কোথায় রয়েছে তা অজ্ঞাত। এই ক্যামেরাটি ছিল ওয়েলসের একজন অধিবাসীর। তিনি ২০১২ সালে মারা যান। ২০০১ সালে বিবিসির অ্যান্টিক রোডশো অনুষ্ঠানে এই ক্যামেরাটি প্রদর্শন করা হয়। তখন এটির মূল্য অনুমান করা হয়েছিল মাত্র ৮ হাজার ১শ’ ডলার।
৮৮৮৪০ সিরিয়াল নম্বরের ক্যামেরাটি সোনার পাত দিয়ে মোড়ানো এবং এর ওপর গিরগিটির কৃত্রিম চামড়ার আবরণ দেয়া। এটি একটি কুমিরের চামড়া দিয়ে তৈরি বাক্সে রক্ষিত ছিল। বোনহামস নিলাম হাউস এই নিলামের আয়োজন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, লাইকার এই বিষয়টি এরআগে সবাই জানলেও এইবারই প্রথম উদাহরণ হিসেবে আলোর মুখ দেখল। ক্যামেরাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ওয়ালসের বার্ডপোর্টের একজন ব্রিটিশ নাগরিকের হাতে আসে। অ্যান্টিক রোডশোতে এর মূল্যমান যাচাই করার আগে তিনি কয়েকদশক ধরে এটি ব্যবহার করেন। ১৯২৫ সাল থেকে লাইকা ক্যামেরা বিক্রি শুরু হয়। হালকা ওজনের এবং দেখতে আধুনিক হওয়ায় এই লাইকার ক্যামেরাগুলো অন্যান্য ক্যামেরার তুলনায় বেশি জনপ্রিয়তা পায়। আর এর মাধ্যমে ৩৫ মিলিমিটার ফিল্মভিত্তিক ফটোগ্রাফির বিপ্লব শুরু করে। ২০১২ সালে ভিয়েনায় এক নিলামে ১৯২৩ সালে নির্মিত লাইকার জিরো-সিরিজের একটি ক্যামেরা ২৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। ওই নিলামের মধ্যদিয়ে ক্যামেরা বিক্রিতে নতুন বিশ্বরেকর্ড সৃষ্টি হয়। সিনহুয়া।
No comments