পৃথিবীর কাছে আরেক ‘পৃথিবী’

পৃথিবীসদৃশ নিকটতম গ্রহটির অবস্থান বড়জোর ১৩ আলোকবর্ষ দূরে হতে পারে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) জ্যোতির্বিদেরা এমনটাই দাবি করেছেন।
নাসার দূরবীক্ষণ যন্ত্র কেপলারের সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে গবেষকেরা বলেন, আমাদের ছায়াপথে দৃশ্যমান লাল রঙের বামন গ্রহগুলোর ৬ শতাংশের আকৃতি পৃথিবীর কাছাকাছি। এসব গ্রহে মানুষের আবাস স্থাপনের সম্ভাবনা রয়েছে। মহাকাশে বামন গ্রহের পরিমাণ আমাদের ছায়াপথের মোট নক্ষত্রের প্রায় ৭৫ শতাংশ। এদের সংখ্যা প্রায় সাত হাজার ৫০০ কোটি। ছোট এবং সূর্যের চেয়ে শীতল হওয়ায় এসব বামন গ্রহ পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় না।
দি অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল সাময়িকীতে এ ব্যাপারে একটি গবেষণা প্রতিবেদন শিগগিরই প্রকাশিত হবে। যুক্তরাষ্ট্রের হাভার্ড-স্মিথসোনিয়ান জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের গবেষক কোর্টনি ড্রেসিং বলেন, বামন গ্রহগুলোর অবস্থান পৃথিবী থেকে আরও অনেক বেশি দূরে বলে এত দিন ধারণা করা হতো। টেলিগ্রাফ।

No comments

Powered by Blogger.