২২৫ রানের লক্ষ্যে ওয়েস্ট ইন্ডিজ ৬৩/৩
সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই—এমন এক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২২৪ রানে গুটিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্রিস গেইল (১৬), ডেল রিচার্ডস (২৮) ও ড্যারেন ব্রাভোকে (১) হারিয়ে ১৩.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৬৩। শিবনারায়ণ চন্দরপল খেলছিলেন ১২ রান নিয়ে, রানের খাতা খোলার অপেক্ষায় ডোয়াইন ব্রাভো।
ডমিনিকায় টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার প্রথম পাঁচ ব্যাটসম্যানই ছুঁয়েছেন দুই অঙ্ক, কিন্তু ফিফটি করতে পেরেছেন একমাত্র এবি ডি ভিলিয়ার্স। ৮০ বলে ৭০ রান করে রানআউট হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ডি ভিলিয়ার্স। ফর্মে থাকা আরেক ব্যাটসম্যান হাশিম আমলা করেছেন ২৮ বলে ৩৪। ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার কাইরন পোলার্ড। নিকিতা মিলারের ইনজুরিতে সুযোগ পাওয়া সুলিমান বেন ও ডোয়াইন ব্রাভো নিয়েছেন দুটি করে উইকেট
ডমিনিকায় টস জিতে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকার প্রথম পাঁচ ব্যাটসম্যানই ছুঁয়েছেন দুই অঙ্ক, কিন্তু ফিফটি করতে পেরেছেন একমাত্র এবি ডি ভিলিয়ার্স। ৮০ বলে ৭০ রান করে রানআউট হয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ডি ভিলিয়ার্স। ফর্মে থাকা আরেক ব্যাটসম্যান হাশিম আমলা করেছেন ২৮ বলে ৩৪। ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল বোলার কাইরন পোলার্ড। নিকিতা মিলারের ইনজুরিতে সুযোগ পাওয়া সুলিমান বেন ও ডোয়াইন ব্রাভো নিয়েছেন দুটি করে উইকেট
No comments