এক রাতেই জীবন বদল
অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘সিক্রেড গেমস’ এ কুকুর চরিত্রে অভিনয় করেই রাতারাতি পরিচিতি পান অভিনেত্রী কুবরা সেট। অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও তার পরিচিতি রয়েছে। সেই সুবাদে বছর তিনেক আগে নিজের আত্মজীবনী লেখেন কুবরা। সেখানে তিনি ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান। লিখেন, ৩০ বছর বয়সে গর্ভপাত করানো হয়েছিল তাকে। যদিও এই ঘটনা তাকে মানসিকভাবে শক্তিশালী করেছে। নিজের জীবনের কঠিন সিদ্ধান্ত একা নিতে পারার ক্ষমতা তৈরি করেছে। তাই এটা নিয়ে কোনো অনুতাপও নেই অভিনেত্রীর। ২০১৩ সালে আন্দামান ঘুরতে যান অভিনেত্রী। কুবরা সেখানে গাড়ি চালাচ্ছিলেন। এরপর মদ্যপান করে এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটান। তার কিছুদিনের মধ্যেই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। এটা জানার পর তার যেমন কষ্ট হয়েছে, তেমন হতাশাবোধও হয়েছে। তবে সেসময় মা হওয়ার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না কুবরা। ফলে গর্ভপাতের সিদ্ধান্ত নিতে হয় তাকে। সেই পুরুষ তার প্রেমিকও ছিলেন না। মাত্র এক রাতের আলাপ। তাই গোটা বিষয়টি তাকে সম্পূর্ণ একাই সামাল দিতে হয়। তিনি বলেন, এক রাতেই জীবন বদলে যায় আমার। সেই সময় খুব হতাশায় ডুবে গিয়েছিলাম। তবে যা করেছি একা করেছি। কাউকে জানতে দেইনি। মানুষ হিসেবে অনেক অপরাধবোধ হচ্ছিলো সেদিন। কিন্তু কিছু করার ছিল না।

No comments