দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভের ডাক ব্রাজিলে
ব্রাজিলে দুর্নীতির বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার রিও ডি জেনিরোতে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, গত বুধবার অর্থ আত্মসাতের অভিযোগে দেশটির পর্যটনমন্ত্রী পেদ্রো নোভাইসের পদত্যাগের ঘটনায় দুর্নীতিবিরোধী চলমান আন্দোলন আরও বেগবান হয়েছে।
ইন্টারনেটে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে ডাকা রিও ডি জেনিরোর বিক্ষোভে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ সরকারকে নাড়া দেওয়া কেলেঙ্কারির বিষয়গুলোও তুলে ধরা হবে। ৭ সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা দিবসের দিন ব্রাসিলিয়ায় প্রাথমিক পর্যায়ের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই দিন বিক্ষোভে ৩০ হাজার মানুষ জড়ো হয়।
দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা ক্রিস্টিয়ান মাজা বলেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে রিও ডি জেনিরোর বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানোর পর ইতিমধ্যে ৩০ হাজার মানুষ তাতে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে।
লাখ লাখ ডলার অর্থ আত্মসাতের খবর ফাঁস হওয়ার পর পেদ্রো নোভাইসকে পদত্যাগে বাধ্য করা হয়।
ইন্টারনেটে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে ডাকা রিও ডি জেনিরোর বিক্ষোভে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ সরকারকে নাড়া দেওয়া কেলেঙ্কারির বিষয়গুলোও তুলে ধরা হবে। ৭ সেপ্টেম্বর ব্রাজিলের স্বাধীনতা দিবসের দিন ব্রাসিলিয়ায় প্রাথমিক পর্যায়ের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ওই দিন বিক্ষোভে ৩০ হাজার মানুষ জড়ো হয়।
দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা ক্রিস্টিয়ান মাজা বলেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে রিও ডি জেনিরোর বিক্ষোভে অংশ নেওয়ার আহ্বান জানানোর পর ইতিমধ্যে ৩০ হাজার মানুষ তাতে অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে।
লাখ লাখ ডলার অর্থ আত্মসাতের খবর ফাঁস হওয়ার পর পেদ্রো নোভাইসকে পদত্যাগে বাধ্য করা হয়।
No comments