কেমোথেরাপি নিতে কিউবায় গেলেন হুগো চাভেজ
ক্যানসারের চিকিৎ সায় চতুর্থ দফা কেমোথেরাপি নিতে গত শনিবার রাতে কিউবায় গেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব সম্ভবত এটা হবে তাঁর শেষ দফা কেমোথেরাপি।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সঙ্গে বৈঠকের পর কিউবার উদ্দেশে যাত্রা করেন হুগো চাভেজ। গতকাল রোববার তাঁর কেমোথেরাপি শুরু হওয়ার কথা। সপ্তাহের মাঝামাঝি সময় চাভেজ দেশে ফিরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত ২০ জুন কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চাভেজের শরীর থেকে ক্যানসারের কোষবাহী টিউমার অপসারণ করা হয়।
হুগো চাভেজ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সম্পূর্ণ নিরাময়ের’ আগে এটা হবে তাঁর শেষ দফা কেমোথেরাপি।
চাভেজ প্রথম দুই দফার কেমোথেরাপি নেন হাভানায়। ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলার একটি সামরিক হাসপাতালে তিনি তৃতীয় দফায় কেমোথেরাপি নেন।
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসের সঙ্গে বৈঠকের পর কিউবার উদ্দেশে যাত্রা করেন হুগো চাভেজ। গতকাল রোববার তাঁর কেমোথেরাপি শুরু হওয়ার কথা। সপ্তাহের মাঝামাঝি সময় চাভেজ দেশে ফিরে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
গত ২০ জুন কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চাভেজের শরীর থেকে ক্যানসারের কোষবাহী টিউমার অপসারণ করা হয়।
হুগো চাভেজ আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সম্পূর্ণ নিরাময়ের’ আগে এটা হবে তাঁর শেষ দফা কেমোথেরাপি।
চাভেজ প্রথম দুই দফার কেমোথেরাপি নেন হাভানায়। ২ সেপ্টেম্বর ভেনেজুয়েলার একটি সামরিক হাসপাতালে তিনি তৃতীয় দফায় কেমোথেরাপি নেন।
No comments