কলকাতা বইমেলা শুরু হচ্ছে কাল
কলকাতার ঐতিহ্যবাহী বইমেলা কাল ২৫ জানুয়ারি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। সায়েন্স সিটিসংলগ্ন মিলনমেলা ময়দানে বিকেলে ৩৫তম বইমেলা উদ্বোধন করবেন পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত মার্কিন সাহিত্যিক রিচার্ড ফোর্ড। এবারের বইমেলার থিম কান্ট্রি যুক্তরাষ্ট্র।
বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশসহ ২০টি দেশের ৬৫০টি প্রকাশনা সংস্থা। এর মধ্যে বাংলা একাডেমী, শিশু একাডেমী, নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমী, ইসলামিক ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্রসহ বাংলাদেশের ২৫টি সংস্থা আছে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে নিযুক্ত হেড অব চেন্সারি (এইচওসি) তারিক মুহাম্মদ আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি বইমেলায় উদ্যাপিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষে ওই দিন মেলা মিলনায়তনে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনায় অংশ নেবেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশিদ হায়দার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করুণাসিন্ধু দাশ এবং বাংলাদেশের প্রকাশক ওসমান গনি।
এবার সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। বইমেলার আয়োজক সংস্থা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় প্রথম আলোকে জানান, এবারের বইমেলায় কোনো প্রবেশমূল্য থাকছে না।
কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে থাকছে নানা আয়োজন। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশসহ ২০টি দেশের ৬৫০টি প্রকাশনা সংস্থা। এর মধ্যে বাংলা একাডেমী, শিশু একাডেমী, নজরুল ইনস্টিটিউট, শিল্পকলা একাডেমী, ইসলামিক ইনস্টিটিউট, জাতীয় গ্রন্থকেন্দ্রসহ বাংলাদেশের ২৫টি সংস্থা আছে।
কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে নিযুক্ত হেড অব চেন্সারি (এইচওসি) তারিক মুহাম্মদ আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি বইমেলায় উদ্যাপিত হবে বাংলাদেশ দিবস। এ উপলক্ষে ওই দিন মেলা মিলনায়তনে ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনায় অংশ নেবেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশিদ হায়দার, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করুণাসিন্ধু দাশ এবং বাংলাদেশের প্রকাশক ওসমান গনি।
এবার সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে বাংলাদেশ প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে। বইমেলার আয়োজক সংস্থা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় প্রথম আলোকে জানান, এবারের বইমেলায় কোনো প্রবেশমূল্য থাকছে না।
কবিগুরুর সার্ধশত জন্মবার্ষিকী পালনের লক্ষ্যে থাকছে নানা আয়োজন। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
No comments