উইপোকা তাড়াবেন যেভাবে
কাঠের আসবাব, বইখাতা- সবকিছু নষ্ট করে দেয়
উইপোকা। স্যাঁতসেঁতে আবহাওয়ায় আরও বিস্তার লাভ করে এই কীট। জেনে নিন
কীভাবে বাসা থেকে উইপোকা তাড়াবেন।
- *নিমপাতা শুকিয়ে গুঁড়া করে বইয়ের আলমারির তাক ও কাঠের আসবাবের কোণে ছড়িয়ে দিন। উইপোকা দূর হবে।
- *কাঠের আসবাবে উইপোকা বাসা বাঁধলে কড়া রোদে দিন পর পর কয়েকদিন। চলে যাবে উইপোকা।
- *কর্পূরের গুঁড়া ও তরল প্যারাফিন মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। উইপোকা আক্রমণ করে এমন স্থানে লাগিয়ে রাখুন। দূর হবে উইপোকা।
- *বই-খাতার ভাঁজে কালো জিরা রেখে দিন। উইপোকা আসবে না।
- *পানি ও লেবুর রস মিশিয়ে দ্রবণ তৈরি করুন। স্প্রে বোতলে নিয়ে ছিটিয়ে দিন। লেবুর সাইট্রিক অ্যাসিড ধ্বংস করবে উইপোকা।
- *ন্যাপথলিনের গন্ধে উইপোকা দূর হয়। বইয়ের আলমারি, কাঠের ডেস্কের ভেতর বা কাপড়ের ভাঁজে রাখুন ন্যাপথলিন বল।
- *সমপরিমাণ ভিনেগার ও পানি মিশিয়ে একটি দ্রবণ তৈরি করে নিন। যেখানে উইপোকার আনাগোনা বেশি সেখানে স্প্রে করে দিন। দূর হবে উইপোকা।
- *নিমের তেল দূর করতে পারে উইপোকা। তেলে তুলা ভিজিয়ে উইপোকার বাসার উপর বুলিয়ে দিন।
- *কাগজপত্র দীর্ঘদিন একই জায়গায় ফেলে রাখবেন না। মাঝে মাঝেই তা নাড়াচাড়া করুন। কড়া রোদে দিন কয়েক মাস পর পর।
No comments