বিশ্বে নিবন্ধনহীন শিশুর সংখ্যা ২৩ কোটি
বিশ্বের পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৩ কোটির কখনোই জন্ম নিবন্ধন করা হয় না। ফলে নিবন্ধনহীন এসব শিশুর আগামীতে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হওয়ার আশংকা রয়েছে। বুধবার জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বুধবার ইউনিসেফের ৬৭তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের পাঁচ বছরের নিচে শিশুদের মধ্যে প্রতি তিনজনের একজনের জন্ম নিবন্ধন নেই। আর গত বছর বিশ্বে জন্ম নেয়া শিশুদের কেবল মাত্র ৬০ ভাগের জন্ম নিবন্ধন করা হয়েছিল।
বিশ্বের দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়া এবং সাব সাহারিয় অঞ্চলের দেশগুলোতে জন্ম নিবন্ধনের হার সবচেয়ে কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ সম্পর্কে জাতিসংঘের উপ-পরিচালক গিতা রাও গুপ্তা বলেন, ‘জন্ম নিবন্ধন কেবল শিশুদের পরিচিতি আর অস্তিত্বই তুলে ধরে না। বরং এ বিষয়টি নিশ্চিত করে, তাদের দেশের অগ্রগতিতে শিশুদের কথা ভুলে যাওয়া হয়নি এবং তাদের অধিকারগুলোকে অগ্রাহ্য করা হয়নি।’ জন্ম নিবন্ধন ও জন্ম সনদকে শিশু অধিকারের রক্ষাকবচ।
No comments