মহাত্মার খুনির শেষ কক্ষ
১৯৪৮ সালের ২৯ জানুয়ারির ভরদুপুরে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করেন নাথুরাম গডসে। এবার গান্ধির মৃত্যুর এত বছর পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। মহাত্মা গান্ধীকে হত্যার পর খুনি নাথুরামকে যে ঘরে রেখেছিল নিরাপত্তা বাহিনী আজ এত বছর পরে সেই ঘরের সন্ধান পাওয়া গেছে। মুম্বাইয়ের এক হাজার বর্গফুটের এক রুমে রাখা হয় নাথুরামকে। ইতিহাসবিদ দীপক রাওয়ের ভাষ্য অনুযায়ী, এত বছর পর বেরিয়ে এলো গান্ধীর হত্যাকারীকে রাখা এই রুমের বিষয়টি। তৎকালীন মুম্বাই স্পেশাল ব্রাঞ্চের এক কক্ষে আটক করে রাখা হয়েছিল নাথুরামকে।
সে কারণে বিক্ষুব্ধ জনতার হাত থেকে বেঁচে গিয়েছিল এই কুখ্যাত খুনি। অনুসন্ধান থেকে শুরু করে বিচারকার্য সবকিছুতেই দেখা গেছে অন্তরালেই রয়ে গেছে এই কক্ষের বিষয়টি। গডসেকে দিল্লি থেকে মুম্বাইয়ে এনে স্পেশাল ব্রাঞ্চ পুলিশের এক ভবনের নিচতলায় রাখা হয়েছিল। সে সময় ওই ভবনেই ছিলেন স্পেশাল ব্রাঞ্চের উপ-পুলিশ কমিশনার জামসেদ দোরাব নগরবালা। জামসেদ গান্ধী হত্যা মামলা সুরাহার দায়িত্বও দেন দিল্লির এক পুলিশ সুপারিনটেনডেন্টকে। উল্লেখ্য, মহাত্মা হত্যার একবছর পরই ১৯৪৮ সালের ২২ জুন থেকে শুরু হয় নাথুরামের বিচারকার্য। এনিডিটিভি।
No comments