লস অ্যানজেলেসে দাবানল বিপজ্জনক অবস্থায়, নিহত বেড়ে ২৪

লস অ্যানজেলেসের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে গুরুতর দশার মুখোমুখি অগ্নিনির্বাপকরা। ক্রুদের কাছ থেকে পাওয়া রিপোর্টে বলা হচ্ছে, সেখানে আগুনের হুমকি এখনও অতি উচ্চ। কারণ এ সপ্তাহে সেখানে ভয়াবহ বাতাস প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে এই দাবানলে নিহতের সংখ্যা কমপক্ষে ২৪। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ফলে নিহতের সংখ্যা প্রচুর হতে পারে বলে মনে করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসম বলেছেন একথা। এ খবর দিযেছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, লস অ্যানজেলেস কাউন্টি থেকে কমপক্ষে এক লাখ অধিবাসী উদ্ধার নির্দেশের অধীনে রয়েছেন। প্রায় ৮৭ হাজার মানুষকে উদ্ধার সতর্কতার অধীনে রাখা হয়েছে। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় ও চতুর্থ সবচেয়ে ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড হতে পারে ইটন এবং প্যালিসাডস ফায়ার।  এরই মধ্যে আগুনে পুরোপুরি পড়ে গেছে প্যালিসাডস, ইটন ও হার্স্ট মিলে ৬০ বর্গমাইল এলাকা, যা প্যারিসের চেয়ে বড় এলাকা। গভর্নর নিউসম বলেন, এটা হতে পারে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। আরও অনেক মানুষ মারা যেতে পারেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দাবানল। তিনি আরও বলেছেন, আমি মনে করি আগুনের ভয়াবহতার মতোই হবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি। তিনি যখন এনবিসি’কে এসব তথ্য দেন, তখন পর্যন্ত কমপক্ষে ১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কিন্তু সোমবার সকালে সে সংখ্যা পৌঁছে যায় ২৪। ক্যালিফোর্নিয়ার অগ্নিনির্বাপণকারীরা বলেছেন, আগুন নিভে যাওয়ার পরও উদ্ধার করা এলাকাগুলো বিপজ্জনক হবে। রাজ্যের ফরেস্ট ও ফায়ার প্রোটেকশন বিভাগ থেকে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের কাছাকাছি যাদের বাড়ি তাদেরকে উদ্ধার অভিযানের মধ্যে রাখতে হবে। তাদেরকে আগুন থেকে দূরে সরে থাকতে হবে। এমনকি রাস্তায় রাস্তায়ও আগুন দেখা দিয়েছে। গ্যাস লাইনগুলো রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। কর্তৃপক্ষ বলতে পারছে না গ্যাসলাইন ফেটে গিয়ে সেখান থেকে গ্যাস বের হচ্ছে কিনা। রাস্তায়, মাঠেঘাটে সবখানে পড়ে আছে ছাই আর পেট্রোলিয়াম পণ্যের বিষাক্ত বর্জ্য। ফলে লোকালয়ে এখনই ফেরা উচিত নয় পরিবারগুলোর। এমন সতর্কতা দিয়েছেন ক্যালিফোর্নিয়া ফায়ার ব্যাটালিয়নের প্রধান ডেভিড আকুনা। ওদিকে যারা অগ্নিকাণ্ডের শিকার ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন তাদের সহায়তা দিতে বিনামূল্যে খাবার প্রস্তাব করছে কয়েক ডজন রেস্তরাঁ। একই সঙ্গে তারা বাস্তুচ্যুত মানুষদের জন্যও খাবার দিচ্ছে।
mzamin

No comments

Powered by Blogger.