ভারতের প্রথম চন্দ্রাভিযান পরিত্যক্ত ঘোষণা
প্রথম চন্দ্রাভিযান পরিত্যক্ত ঘোষণা করেছে ভারতের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ‘চন্দ্রযান-১’ নামের খেয়াযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার এক দিন পর এ ঘোষণা দিল ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও)। গত রোববার আইএসআরওর প্রধান জি মাধবন নাইর বলেন, ‘চন্দ্রযান-১-এর সঙ্গে আমাদের কোনো ধরনের যোগাযোগ নেই। তাই অভিযানটি পরিত্যক্ত ঘোষণা করতে হচ্ছে।’ গত শুক্রবার চন্দ্রযান-১-এর সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে আইএসআরও। ২০০৮ সালের ২২ অক্টোবর চন্দ্রযান-১ উেক্ষপণ করা হয়।
অভিযানটি পরিত্যক্ত ঘোষণা করলেও এর সাফল্য দাবি করেছেন আইএসআরও প্রধান। তিনি বলেন, ‘অভিযানের ৯৫ শতাংশ উদ্দেশ্যই পূরণ হয়েছে। প্রচুর তথ্য সংগ্রহ করেছি। এগুলোর মধ্যে চাঁদের ৭০ হাজার ছবিও রয়েছে।’ আইএসআরওর বিজ্ঞানীরা জানান, মহাকাশে হারিয়ে যাওয়া চন্দ্রযান-১ শনাক্ত করতে তাঁরা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাহায্য চেয়েছেন।
অভিযানটি পরিত্যক্ত ঘোষণা করলেও এর সাফল্য দাবি করেছেন আইএসআরও প্রধান। তিনি বলেন, ‘অভিযানের ৯৫ শতাংশ উদ্দেশ্যই পূরণ হয়েছে। প্রচুর তথ্য সংগ্রহ করেছি। এগুলোর মধ্যে চাঁদের ৭০ হাজার ছবিও রয়েছে।’ আইএসআরওর বিজ্ঞানীরা জানান, মহাকাশে হারিয়ে যাওয়া চন্দ্রযান-১ শনাক্ত করতে তাঁরা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাহায্য চেয়েছেন।
No comments