জাতীয় নির্বাচনে তরুণদের ভূমিকা by এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ
জাতি তরুণদের কাছে অনেক কিছুই আশা করে। যেমনটি ২০০৯ সালে জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের রায়ে পালটে গিয়েছিল অকল্পনীয় রূপটি। কিন্তু দুঃখের বিষয়, তরুণ ভোটারদের মূল্যায়ন করতে পারেনি বর্তমান সরকার। মাঠের খেলা একই আছে, খেলোয়াড় বদলেছে কেবল।
নানা প্রতিশ্রুতির ফুলঝুরি_ ফুল ফোটেনি দরিদ্র কশাঘাতের মানুষের বাগানে। শেয়ার ব্যবসা, হলমার্ক নামক প্রতিষ্ঠানের কোটি কোটি টাকা আত্মসাৎ, জাতীয় উন্নয়নের অন্যতম দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের পদ্মা সেতুতে দুর্নীতি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ কী না হচ্ছে দেশে? আইন-শৃঙ্খলা ক্ষমতায় যারা থাকে তারা দলীয়রূপে ব্যবহার হয়। চিকন চালের ভাত খেয়ে রাজপ্রাসাদে বসে, দেশের মানুষ ভালো আছে বলতে অসুবিধা কিসের। এ দেশের নেতারা কেবল গ্রামের নাম শুনেছে। গ্রামের অর্থনৈতিক অবস্থা দেখেনি, তাই বলবে কী করে এ দেশের মানুষ কষ্টে আছে। জাতীয় বাজেট হয় উন্নয়নের জন্য, উন্নয়ন হয় কতিপয় লোকের জনগণের নয়। জাতীয় পর্যায়ে নতুন কোনো কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করতে পারেনি।
দেশের প্রতিটি লোকালয় থেকে তরুণ ভোটারদের জেগে উঠতে হবে। প্রতিটি জাতীয় নির্বাচনের সময় দেশের মানুষকে জিম্মি করে রাখা, এসবের প্রতি তরুণদের রুখে দাঁড়াতে হবে। তরুণ ভোটারদের কোনো দল থাকবে না। শিক্ষিত-মার্জিত ব্যক্তিকে রায় দিতে হবে। তরুণ ভোটাররা জাতিকে ভিন্নরূপে দেখতে পারে। যেমনটি ২০০৯-এর নির্বাচনে দেখিয়েছিল। মনে রাখতে হবে, গণতন্ত্র জনগণের অস্তিত্ব। একে বজায় রাখতে হবে। বাংলাদেশের পরিবর্তন এ দেশের তরুণদের সচেতনতার মধ্য দিয়ে হতে পারে। একটা কথা আছে_ অন্যায়কে প্রশ্রয় দিয়ে কখনও ন্যায়ের পথ রচনা হয় না। সেখানে অন্যায় আরও বাড়ে। তরুণ ভোটারদের ভাবনা যেন সঠিক পথে হয়।
য় সাবেক শিক্ষার্থী, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা
দেশের প্রতিটি লোকালয় থেকে তরুণ ভোটারদের জেগে উঠতে হবে। প্রতিটি জাতীয় নির্বাচনের সময় দেশের মানুষকে জিম্মি করে রাখা, এসবের প্রতি তরুণদের রুখে দাঁড়াতে হবে। তরুণ ভোটারদের কোনো দল থাকবে না। শিক্ষিত-মার্জিত ব্যক্তিকে রায় দিতে হবে। তরুণ ভোটাররা জাতিকে ভিন্নরূপে দেখতে পারে। যেমনটি ২০০৯-এর নির্বাচনে দেখিয়েছিল। মনে রাখতে হবে, গণতন্ত্র জনগণের অস্তিত্ব। একে বজায় রাখতে হবে। বাংলাদেশের পরিবর্তন এ দেশের তরুণদের সচেতনতার মধ্য দিয়ে হতে পারে। একটা কথা আছে_ অন্যায়কে প্রশ্রয় দিয়ে কখনও ন্যায়ের পথ রচনা হয় না। সেখানে অন্যায় আরও বাড়ে। তরুণ ভোটারদের ভাবনা যেন সঠিক পথে হয়।
য় সাবেক শিক্ষার্থী, সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা
No comments