খালেদার গুলশানের বাড়ি বরাদ্দের তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার
গুলশানের বাড়ি বরাদ্দের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে সংসদীয় কমিটি।
মন্ত্রণালয়ের কাছে আগামী কয়েক দিনের মধ্যে এ নিয়ে বিস্তারিত তথ্য চাওয়া
হয়েছে।
একইসঙ্গে বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান
ভুঁইয়াসহ যারা তথ্য গোপন করে বিধি বহির্ভূতভাবে একের অধিক প্লট বরাদ্দ
নিয়েছেন তাঁদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। সোমবার
সংসদ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির
বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকের শুরম্নতে কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী
বিরোধীদলীয় নেত্রীর বাসা বরাদ্দ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বরাদ্দ প্রক্রিয়া
সম্পর্কে বিসত্মারিত জানতে চান। বৈঠকে উপস্থিত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ
মাহবুব উর রহমানসহ উর্ধতন কর্মকতর্ারা তাৎণিকভাবে এর উত্তর দিতে পারেননি।
এজন্য তাঁরা কমিটির কাছে সময় চান। পরে কমিটির প থেকে আগামী বৈঠক পর্যত সময়
বেঁধে দেয়া হয়। বলা হয়, ওই সময়ের মধ্যে বিসত্মারিত তথ্য কমিটির কাছে দাখিল
করতে। বৈঠকে বেগম খালেদা জিয়াকে গুলশান এলাকায় দেয়া ওই আবাসিক বাড়ির
রেজিস্ট্রেশন ফি (হসত্মানত্মর) বাবদ সাত লাখ টাকা মওকুফ করায় ােভ প্রকাশ
করা হয়। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃতু্যর পর এইচ এম এরশাদ ১৯৮২
সালে শহীদ পরিবারের সনত্মানদের লেখাপড়া ও সংসারের ভরণপোষণের খরচ চালানোর
জন্য বাড়িটি ১০১টাকায় বরাদ্ধ দেয়। কিন্তু রেজিস্ট্রেশন ফি না নিয়ে কারা
বাড়িটি হসত্মানত্মর করেছিল তাদের চিহ্নিত করে কমিটির পরবর্তী বৈঠকে রিপোর্ট
দাখিল করতে বলা হয়েছে। বৈঠক শেষে কমিটি সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী
এসব তথ্য জানান। তিনি বলেন, জোট সরকারের সময়ে গুলশান-বনানী এলাকায় সরকারে
সংরতি আলোচিত ২৮ বাড়ির বরাদ্ধ বাতিল করে তা সরকারের অনুকূলে ফিরিয়ে আনার
পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, ২২ বছর আগে শহীদ পরিবারের অনুকূলে
বরাদ্ধ দেয়া শতাধিক পস্নটের মধ্যে বঞ্চিত ২৫ পরিবারের পস্নট ২৬ মার্চের
মধ্যে বরাদ্ধের সুপারিশ করা হয়েছে। বৈঠকে ইমারত নিমর্াণ বিধিমালা - ২০০৮
সংশোধনে কোন পদপে না নেয়ায় ােভ প্রকাশ করা হয়। এছাড়া বৈঠকে ঢাকার জিরো
পয়েন্ট থেকে রাজউকের ঝিলিমিলি আবাসিক প্রকল্প এলাকা পর্যনত্ম ফাইওভার
নিমর্াণ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত
প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, হুইপ নূর-ই-আলম চৌধুরী, মোঃ আব্দুছ
সাত্তার, আসাদুজ্জামান খান, জহিরম্নল হক ভূঞা মোহন, নসরম্নল হামিদ, এনামুল
হক এবং সাফিয়া খাতুন উপস্থিত ছিলেন।
No comments