ককটেল বিস্ফোরণ মামলায় মির্জা ফখরুলের অন্তর্বর্তী জামিন
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা
অবরোধের সময় পুলিশকে হত্যাচেষ্টা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় কলাবাগান থানায়
দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ৬
মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।
সোমবার
বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মোঃ জাকির হোসেনের সমন্বয়ে
গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। এ আদেশের ফলে মির্জা ফখরুলের
মুক্তি পেতে আর কোন বাধা থাকল না বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার
মাহবুব উদ্দিন খোকন। এর আগে রবিবার এ জামিন আবেদন হাইকোর্টে দাখিল করা হয়।
সোমবার আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সোমবার আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
No comments