মহাসড়কে হত্যা ডাকাতি বন্ধে চট্টগ্রামে ব্যবসায়ীদের মানববন্ধন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চুরি, ডাকাতি,
হত্যা, লুটপাট বন্ধের দাবিতে সোমবার চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচী পালন
করেছে ট্রান্সপোর্ট ব্যবসায়ী মালিক সমিতি।
সকাল ১০টায়
নগরীর মাদারবাড়ি রেলগেট চত্বরে এ কর্মসূচী পালিত হয়। এতে সমিতির প থেকে
সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়ে বক্তব্য তুলে ধরেন সমিতির
সভাপতি নুরুল বাহার। মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম ট্রান্সপোর্ট
ব্যবসায়ী মালিক সমিতির নেতা হাজী সাইফুল ইসলাম, নুরম্নল আফসার, আজিজুল হক,
মোহাম্মদ আলী, ফরিদ উদ্দিন, জসিম উদ্দিন ভূইয়া, এমএ আলম, মাহবুবুল আলম,
একরামুল আলম প্রমুখ। বক্তারা মহাসড়কে চলাচলরত যানবাহন থেকে পণ্য চুরি ও
লুটপাট বন্ধে এগারো দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে পুলিশী
হয়রানি বন্ধ করা, মালামাল পরিবহনে ট্রানজিট ইন্সু্যরেন্স চালু করা,
চট্টগ্রাম মহানগরে একটি ট্রাক টার্মিনাল এবং ঢাকা-চট্টগ্রামের মধ্যবতর্ী
স্থানে একটি ট্রাক টার্মিনাল নির্মাণ, পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ করা,
এর সঙ্গে জড়িত অসাধু প্রশাসনের কর্মকর্তাদের চিহ্নিত করে দৃষ্টানত্মমূলক
শাসত্মির বিধান করা ইত্যাদি। তিন মাসের মধ্যে এসব দাবি বাসত্মবায়িত না হলে
সারাদেশে পরিবহন সেক্টর অচল করে দেয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ
করেন।
No comments