নতুন নিরাপত্তা প্রযুক্তিপণ্য
বাজারে নতুন কিছু নিরাপত্তাপ্রযুক্তি পণ্য
নিয়ে এসেছে নিরাপত্তাপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান এক্সপ্রেস সিস্টেম লিমিটেড
(ইএসএল)। গত রোববার রাজধানীর আয়োজিত সংবাদ সম্মেলনে জার্মানির সিপি প্লাস
ব্র্যান্ডের নতুন এসব নিরাপত্তাপণ্য নিয়ে বিস্তারিত জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিসি প্লাসের মহাব্যবস্থাপক (বিক্রয়) মনিকা শর্মা,
ভাইস-প্রেসিডেন্ট আনন্দ সোয়ামিনাথ, ইএসএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল
ফাত্তাহসহ আরও অনেকে। মনিকা শর্মা নতুন এ নিরাপত্তাপণ্য নিয়ে বলেন, সিপি
প্লাসের নতুন এসব নিরাপত্তা পণ্যে হাল আমলের আধুনিক প্রযুক্তিগুলো সংযোজন
করা হয়েছে। এগুলোতে রয়েছে অধিক রেজুলেশনের ক্যামেরা, এলইডি প্রযুক্তি ও দূর
থেকে সাদাকালো ছবি তোলার ক্ষমতা। এসব পণ্য যথাক্রমে ৪, ৮, ১৬ ও ৩২
চ্যানেলের ডিভিআরএস দিতে সক্ষম।
আবদুল ফাত্তাহ জানান, ‘ইএসএল সব সময় তার গ্রাহকদের সমস্যা নিয়ে চিন্তা করে। নতুন এসব নিরাপত্তাপণ্য দিয়ে প্রতিদিনকার ব্যবসা-বাণিজ্যের কাজ সহজ হবে। এতে করে আমরা গ্রাহকদের উন্নত সুবিধা দিতে চাই।’
—জিয়াউর রহমান চৌধুরী
আবদুল ফাত্তাহ জানান, ‘ইএসএল সব সময় তার গ্রাহকদের সমস্যা নিয়ে চিন্তা করে। নতুন এসব নিরাপত্তাপণ্য দিয়ে প্রতিদিনকার ব্যবসা-বাণিজ্যের কাজ সহজ হবে। এতে করে আমরা গ্রাহকদের উন্নত সুবিধা দিতে চাই।’
—জিয়াউর রহমান চৌধুরী
No comments