মেহমুদ জেতালেন বরিশালকে
মাঠের একপাশে একটি মঞ্চের ওপর রাখা ফোর্ড
ফিয়েস্তা। এত দিন ছিল লাল রঙের, টুর্নামেন্ট-সেরা ক্রিকেটারের পুরস্কার
গাড়িটি কাল হয়ে গেল নীল। শেষ পর্যন্ত গাড়িটি যে রঙেরই থাকুক, আর দল যত দূরই
যাক, ওই ফোর্ড ফিয়েস্তার চাবিতে এক হাত বুঝি দিয়েই ফেলেছেন আজহার মেহমুদ।
বল হাতে নিলেই উইকেট, ব্যাটিংয়ে নামলেই রান। কালও ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট
নেওয়ার পর ৩৩ বলে অপরাজিত ৫২। তলানিতে থাকা দুই দলের লড়াইয়ের ভাগ্যও গড়ে
দিলেন সাবেক পাকিস্তান অলরাউন্ডারই। ৭ উইকেটে জিতে বরিশাল বার্নার্স দেখল
তৃতীয় জয়ের স্বাদ। ৮ ম্যাচে ষষ্ঠ পরাজয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার
দ্বারপ্রান্তে খুলনা রয়েল বেঙ্গলস।
৮ ম্যাচে ৩ ফিফটিতে মেহমুদের রান এখন ২৪৪। সোহাগ গাজীকে (১১) টপকে কাল হয়ে গেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি (১২)। মেহমুদের অধিনায়কও কাল ছুঁয়েছেন একটি মাইলফলক। কামরান আকমলকে পেছনে ফেলে বিপিএলের সর্বোচ্চ ফিফটি এখন ব্র্যাড হজের, কালকের ৪৭ বলে ৬৩ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ষষ্ঠ ফিফটি। টি-টোয়েন্টির দুই অভিজ্ঞ সেনানির ব্যাটে খুলনার ১৪৫ রান ১৩ বল হাতে রেখেই টপকে গেছে বরিশাল। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর ৫৪ বলে ৯৩ রানের জুটি গড়েছেন দুজন। আগের ম্যাচেই পাওয়া ‘গ্রীন ক্যাপ’ নাসিরের (২৬৮ রান) কাছ থেকে কেড়ে নিয়েও তাই মন খারাপ করে মাঠ ছাড়তে হয়েছে খুলনার অধিনায়ক শাহরিয়ার নাফীসকে (২৯৮ রান)। বরিশাল ১৪৫ পর্যন্ত যেতে পেরেছিল শাহরিয়ারের ৫০ বলে ৬৬ রানের ইনিংসটার সৌজন্যেই।
মাঠের লড়াই যেমন জমেনি, জমেনি গ্যালারিও। মাঠে দর্শক বাড়াতে ম্যাচ শুরুর সময় দেড় ঘণ্টা পেছানো হলেও মিরপুরের গ্যালারি প্রায় শূন্য। চট্টগ্রামে প্রাণ ফিরে পাওয়া বিপিএল আবার নিষ্প্রাণ ঢাকায় ফিরে!
সংক্ষিপ্ত স্কোর
খুলনা রয়েল বেঙ্গলস: ২০ ওভারে ১৪৫/৭ (নাজিমউদ্দিন ৩৩, শাহরিয়ার ৬৬, বার্ট ১১, ওয়েসেলস ১০, হ্যারিস ১১*, ফরহাদ ৮, মিজানুর ১, আসিফ ০, বদ্রি ১*; মেহমুদ ৩/২৩, অলক ২/২৪, মাহারুফ ২/২৮)। বরিশাল বার্নার্স: (ডেনলি ১০, হজ ৬৩, সাব্বির ৮, মেহমুদ ৫২*, অলক ৪*; বদ্রি ১/২৫, ফরহাদ ১/২৭, আসিফ ১/২৫)।
ফল: বরিশাল বার্নার্স ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: আজহার মেহমুদ
৮ ম্যাচে ৩ ফিফটিতে মেহমুদের রান এখন ২৪৪। সোহাগ গাজীকে (১১) টপকে কাল হয়ে গেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি (১২)। মেহমুদের অধিনায়কও কাল ছুঁয়েছেন একটি মাইলফলক। কামরান আকমলকে পেছনে ফেলে বিপিএলের সর্বোচ্চ ফিফটি এখন ব্র্যাড হজের, কালকের ৪৭ বলে ৬৩ অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ষষ্ঠ ফিফটি। টি-টোয়েন্টির দুই অভিজ্ঞ সেনানির ব্যাটে খুলনার ১৪৫ রান ১৩ বল হাতে রেখেই টপকে গেছে বরিশাল। ৩৫ রানে ২ উইকেট হারানোর পর ৫৪ বলে ৯৩ রানের জুটি গড়েছেন দুজন। আগের ম্যাচেই পাওয়া ‘গ্রীন ক্যাপ’ নাসিরের (২৬৮ রান) কাছ থেকে কেড়ে নিয়েও তাই মন খারাপ করে মাঠ ছাড়তে হয়েছে খুলনার অধিনায়ক শাহরিয়ার নাফীসকে (২৯৮ রান)। বরিশাল ১৪৫ পর্যন্ত যেতে পেরেছিল শাহরিয়ারের ৫০ বলে ৬৬ রানের ইনিংসটার সৌজন্যেই।
মাঠের লড়াই যেমন জমেনি, জমেনি গ্যালারিও। মাঠে দর্শক বাড়াতে ম্যাচ শুরুর সময় দেড় ঘণ্টা পেছানো হলেও মিরপুরের গ্যালারি প্রায় শূন্য। চট্টগ্রামে প্রাণ ফিরে পাওয়া বিপিএল আবার নিষ্প্রাণ ঢাকায় ফিরে!
সংক্ষিপ্ত স্কোর
খুলনা রয়েল বেঙ্গলস: ২০ ওভারে ১৪৫/৭ (নাজিমউদ্দিন ৩৩, শাহরিয়ার ৬৬, বার্ট ১১, ওয়েসেলস ১০, হ্যারিস ১১*, ফরহাদ ৮, মিজানুর ১, আসিফ ০, বদ্রি ১*; মেহমুদ ৩/২৩, অলক ২/২৪, মাহারুফ ২/২৮)। বরিশাল বার্নার্স: (ডেনলি ১০, হজ ৬৩, সাব্বির ৮, মেহমুদ ৫২*, অলক ৪*; বদ্রি ১/২৫, ফরহাদ ১/২৭, আসিফ ১/২৫)।
ফল: বরিশাল বার্নার্স ৭ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: আজহার মেহমুদ
No comments