খননকাজে কিউরিওসিটি
মঙ্গল গ্রহে অবস্থানকারী মানুষবিহীন
রোবটযান কিউরিওসিটি সেখানকার গেইল কার্টার অঞ্চলের পাথুরে পৃষ্ঠে
প্রথমবারের মতো খননকাজ চালিয়েছে। রোবটযানটি গত ৬ আগস্ট মঙ্গলপৃষ্ঠে অবতরণ
করে।
বিজ্ঞানীরা জানান, একটি পাথরের কয়েক সেন্টিমিটার
পর্যন্ত খনন করেছে কিউরিওসিটি। এ যানটির খননপ্রযুক্তি ব্যবহারের আগে ও পরে
তৈরি খাঁজের ছবি তোলা হয়েছে। কিউরিওসিটিই প্রথম খননপ্রযুক্তিসহ লাল গ্রহে
(মঙ্গল) পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রকৌশলীরা কিউরিওসিটিকে ধাপে ধাপে এগিয়ে নিতে চান। মঙ্গলপৃষ্ঠ থেকে পাথরের গুঁড়া সংগ্রহ করে কিউরিওসিটির ভ্রাম্যমাণ গবেষণাগারে সংরক্ষণ করা হচ্ছে। গেইল কার্টার এলাকায় প্রাণের উপস্থিতি ছিল কি না, সেই রহস্য জানতে মঙ্গলের অতীত পরিবেশের তথ্য সংগ্রহই কিউরিওসিটির উদ্দেশ্য। বিবিসি।
যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) প্রকৌশলীরা কিউরিওসিটিকে ধাপে ধাপে এগিয়ে নিতে চান। মঙ্গলপৃষ্ঠ থেকে পাথরের গুঁড়া সংগ্রহ করে কিউরিওসিটির ভ্রাম্যমাণ গবেষণাগারে সংরক্ষণ করা হচ্ছে। গেইল কার্টার এলাকায় প্রাণের উপস্থিতি ছিল কি না, সেই রহস্য জানতে মঙ্গলের অতীত পরিবেশের তথ্য সংগ্রহই কিউরিওসিটির উদ্দেশ্য। বিবিসি।
No comments