বরিশাল বিসিক শিল্পনগরী-সমস্যাগুলোর সমাধান জরুরি
দেশের বিভিন্ন স্থানে ঘটা করে বিসিক শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও যুগের পর যুগ ধরে বরাদ্দকৃত অঞ্চলগুলো অব্যবহৃত অবস্থায়ই পড়ে রয়েছে। অধিকাংশ শিল্পনগরী যে শিল্পের ছোঁয়াবঞ্চিত অবস্থায় আছে, তার কারণ অনুসন্ধানে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোর তৎপরতা আছে কি-না সন্দেহ।
মাঝে মধ্যে এ নিয়ে কিছু কথাবার্তা হয়। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কিছু তৎপরতাও দেখা যায়; কিন্তু শেষ পর্যন্ত আশান্বিত হওয়ার মতো কিছু ঘটে না। এ কথা সবাই স্বীকার করেন যে, শিল্পোন্নত শহরগুলোর বাইরে শিল্প গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। সে ক্ষেত্রে বিসিক শিল্পনগরীর উদ্যোগ বিশেষ অবদানও রাখতে পারত। পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে শিল্পোদ্যোগ উন্নয়নে যেমন ভূমিকা রাখতে পারত, তেমনি কর্মসংস্থানেও এগুলোর বিশেষ ভূমিকা প্রত্যাশিত ছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি। এর প্রধান কারণ, বড় উদ্যোক্তারা ঢাকার বাইরে বিনিয়োগের ব্যাপারে বিশেষ আগ্রহী নন। কিন্তু ছোট ও স্থানীয় উদ্যোক্তাদের এ ক্ষেত্রে আগ্রহ রয়েছে। বিসিক শিল্পনগরীগুলো নতুন উদ্যোগ নিয়ে যদি ছোট ও স্থানীয় উদ্যোক্তাদের আকৃষ্ট করতে পারে, তবে তাতে শুভ ফল মিলতে পারে। বরিশাল বিসিক শিল্পনগরীর অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, ১৯৬০ সালে এখানে শিল্পনগরীর উদ্বোধন হলেও এখনও অনেক জায়গা খালি পড়ে আছে। যেসব প্লট বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলোর অধিকাংশ অব্যবহৃত অথবা অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ হয়ে রয়েছে। আর যে শিল্প প্রতিষ্ঠানগুলো চালু, সেগুলোর অবস্থাও সন্তোষজনক নয়। কারণ হিসেবে যোগাযোগের ক্ষেত্রে অব্যবস্থাপনা একটি বড় কারণ। বিদ্যুৎ ব্যবস্থাপনার সংকট যেমন এ ক্ষেত্রে রয়েছে, তেমনি নতুন উদ্যোগ শুরুর ক্ষেত্রে আমলাতান্ত্রিক নানা জটিলতা বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অভিযোগ। বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও উদ্যোক্তাদের অস্বস্তি রয়েছে। পরিস্থিতি বলছে, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানের শিল্পনগরীগুলো নিয়ে নতুন উদ্যোগ নেওয়ার সময় এসেছে। এসব উদ্যোগ সফল করতে হলে স্থানীয় সমস্যাগুলোর সমাধান যেমন জরুরি, তেমনি যোগাযোগ ও বিদ্যুৎসহ বিভিন্ন অবকাঠামো ও উৎপাদন সংশ্লিষ্ট সমস্যার সমাধান জরুরি। স্থানীয় উদ্যোক্তাদের আকৃষ্ট করার জন্য আমলাতান্ত্রিক জটিলতাও দূর করতে হবে। ব্যবস্থাপনার সংকট দূর করতে পারলে বিসিক শিল্পনগরীগুলো স্থানীয়ভাবে উন্নয়ন ও কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রাখতে পারবে বলে আশা করা যায়।
No comments