জেট ফুয়েল পাচার-সরকার কি মাল...

আমরা বিস্মিত নই। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পদ্মার সিদ্ধিরগঞ্জ ডিপো থেকে বিমানের জন্য সরবরাহ করা জ্বালানি জেট-এ-ওয়ান চোরাই বাজারে চলে যাওয়ার যে চিত্র শুক্রবারের সমকালে প্রকাশিত হয়েছে, তা আর যা-ই হোক অভিনব নয়।


অভিযোগ_ নারায়ণগঞ্জ থেকে কুর্মিটোলা ডিপোতে পরিবহনের সময় ট্যাঙ্কলরির চালকরা পথে পথে জ্বালানি বিক্রি করে। এ ধরনের অভিযোগ কমবেশি সব সরকারি পরিবহন কর্মীর বিরুদ্ধেই রয়েছে। রেলের ইঞ্জিন থেকে ডিজেল পাচারের বিষয়টি মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনাম হয়। বিমানের জ্বালানির মতো 'খোলাবাজারে বিক্রয় নিষিদ্ধ' পণ্য কালোবাজারে বিক্রি হয়_ তাতেই বা অবাক হওয়ার কী আছে? সমকালের প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে অকটেন ও পেট্রোলের সঙ্গে মিশিয়ে তা বিভিন্ন পেট্রোল পাম্পে বিক্রি হচ্ছে। জেট ফুয়েলের দাম সাধারণ জ্বালানি তেল থেকে যথেষ্ট বেশি হলেই বা চোর চক্রের কী আসে যায়! 'সরকার কি মাল দরিয়া মে ঢাল'_ ধরনের প্রবাদ যে দেশে প্রচলিত, সেখানে রাষ্ট্রীয় স্পর্শকাতর পণ্য উঠতি তারুণ্যের বৈকালিক বাইক রেসে ব্যবহৃত হতেই পারে। নারায়ণগঞ্জের ডিপো এলাকায় চোরাই তেল কেনা-বেচার অর্ধশতাধিক আস্তানা গড়ে ওঠাতেও বিচলিত হওয়ার কারণ নেই। ওই এলাকায় আরও অনেক বেআইনি কর্মকাণ্ড কি হচ্ছে না? আর এতেই বা কী মহাভারত অশুদ্ধ হয় যে, পথে পথে বিক্রির পরও সিদ্ধিরগঞ্জ থেকে যে পরিমাণ জ্বালানি খালাস করা হয়, কুর্মিটোলা ডিপোতে বুঝে নেওয়ার সময় তাতে টান পড়ে না! এভাবে গোয়াল শূন্য করে কত কাজির গরুই তো কেবল কেতাবি অস্তিত্ব ঘোষণা করছে! আর যেখানে প্রতিদিন ৯-১০ লাখ লিটার জ্বালানি পরিবহন হচ্ছে, সেখানে যদি কয়েক হাজার লিটার কমবেশি হয়, বিশাল রাষ্ট্রযন্ত্রের কী-ই বা ক্ষতি! বিস্ময়ের খানিকটা উদ্রেক যদি আমাদের হয়েই থাকে, তার কারণ ডিপো কর্মকর্তা, পাচারকারী ট্যাঙ্কলরি চালক কিংবা কালোবাজারে সহায়তাকারী নয়। র‌্যাব কেন মাঝে মধ্যে অভিযান চালিয়ে তেল চোর ও চোরাই তেল ব্যবসায়ীদের আটক করে, সেটাই আমরা ভেবে পাই না। তারা কি দেখছে না যে_ তেলের মালিক পদ্মা অয়েল কোম্পানি সহযোগিতা না করায় আটককৃতরা যথারীতি ছাড়া পেয়ে যায় এবং নতুন উদ্যমে পুরনো কর্মে নেমে পড়ে! আর বিস্ময় জাগায় সংবাদমাধ্যম। সবাই যখন গান্ধীজির বানরের ভূমিকায়; চোখ-কান-মুখের কোনো একটি বন্ধ করে 'দায়িত্ব' পালন করে যাচ্ছে, তারা কেন অহেতুক লেখালেখি চালিয়ে যাবে!
 

No comments

Powered by Blogger.