মুন্সিগঞ্জে খাল দখলের প্রতিবাদে মানববন্ধন

মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভায় নয়নের খাল, রিকাবীবাজার, গোপপাড়া ও ফেচন্নীর খাল দখলমুক্ত এবং পুনর্খননের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুটি স্থানে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। মিরকাদিম পৌরবাসীর উদ্যোগে এ কর্মসূচিতে এলাকার রাজনীতিক, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন। পরে মিরকাদিম খাল রক্ষা কমিটি ওই চারটি খাল দখলমুক্ত ও পুনর্খননের দাবিতে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করে।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বেলা ১১টা থেকে মিরকাদিম পৌরসভার রিকাবীবাজার চৌরাস্তায় মানববন্ধন শুরু হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে মিরকাদিম খাল রক্ষা কমিটির আহ্বায়ক হেলাল আহমেদ বলেন, ‘একসময় এ খালগুলোতে নৌকা চলত। এখন সেই খাল একশ্রেণীর ভূমিদস্যু দখল করে নিয়েছে। যেকোনো মূল্যে এসব খাল আমাদের রক্ষা করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে।’
মানব উন্নয়ন সমাজকল্যাণ পরিষদের সভাপতি কামরুল ইসলাম খালগুলো দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা শাখার সহসভাপতি মনিরুজ্জামান শরীফ বলেন, খাল দখল ও দূষণে দিন দিন মিরকাদিম পৌরসভার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবস্থা থেকে মিরকাদিমকে রক্ষায় ত্বরিত উদ্যোগ নেওয়া উচিত।
চারটি খাল দখলমুক্ত করে পুনর্খননের দাবি জানিয়ে আরও বক্তব্য দেন মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন আহমেদ, যুবলীগের নেতা মনিরুজ্জামান রিপন, সমাজসেবী আব্বাস মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এ কে খান প্রমুখ।
মানববন্ধন শেষে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে মিরকাদিম পৌরসভা কার্যালয়ে যান আন্দোলনকারীরা। সেখানে মিরকাদিম পৌর মেয়রের উপস্থিতিতে আরেকটি মানববন্ধন হয়।
সেখানে তাৎক্ষণিক আয়োজিত সমাবেশে রিকাবীবাজার উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আফজাল হোসেন বলেন, পরিবেশ রক্ষা করতে খালগুলো দখলমুক্ত করতে হবে।
‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মাসুদ ফকরী বলেন, ‘খালগুলো আমাদের ঐতিহ্য। এ খাল দখল করে একশ্রেণীর লোক ঐতিহ্য বিনষ্ট করে চলেছে। ঐতিহ্য ও পরিবেশ রক্ষায় খালগুলো রক্ষা করা প্রয়োজন।’
সবশেষে মিরকাদিম পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম খাল নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় প্রথম আলোকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খালগুলো দখলমুক্ত করতে হবে। সেই লক্ষ্যে আমি ও আমার পৌরসভা কাজ করে যাচ্ছে।’
সেখানে আরও বক্তব্য দেন বেসরকারি ক্লিনিক ফজিলাতুন্নেসার স্বত্বাধিকারী তাজেদুল ইসলাম, নাট্যকার মো. আলী সুমন প্রমুখ।
পাঁচ দিনের কর্মসূচি: মিরকাদিমের চার খাল দ্রুত দখলমুক্ত করে পুনর্খননের দাবিতে আজ শুক্রবার ও কাল শনিবার গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি, রোববার জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান, সোমবার দখল হওয়া খালের সামনে অবস্থান ও মঙ্গলবার প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দখল খাল উদ্ধারে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক জানান, দখলদারদের কাছ থেকে মুন্সিগঞ্জের খালগুলো উদ্ধারের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল বিচারাধীন থাকা অবস্থায় খালগুলো রক্ষা করতে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
গতকাল প্রথম আলোতে শেষের পৃষ্ঠায় ‘নয়নের খাল আর নয়ন জুড়ায় না’ শিরোনামে মুন্সিগঞ্জের চারটি খাল দখল নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এ নিয়ে শুনানি হলে আদালত রুল জারি করেন।
পরে এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আদালত ছয়জনকে তলব করেছেন। তাঁদের ২৬ জানুয়ারি হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দুই সপ্তাহের মধ্যে মুন্সিগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

No comments

Powered by Blogger.