বিশ্বে কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে
বিশ্বব্যাপী দিন দিন বেকারত্ব বেড়েই চলছে।
এর ফলে মানুষের মাঝে সৃষ্টি হচ্ছে হতাশা। বাড়ছে দারিদ্র্য। ভেঙ্গে পড়ছে
সামাজিক সংহতি ও শৃঙ্খলা। বিশ্বজুড়ে তীব্র হচ্ছে অস্থিরতা।
তরুণরাই বেকারত্বের কবলে পড়ছে বেশি। আর এর ফলে এই হতাশাগ্র তরুণরা জড়িয়ে
পড়ছে নানা অপরাধকর্মে। ২০১২ সালেই বেকারের সংখ্যা বাড়ে ৪০ লাখ। ফলে বর্তমান
বিশ্বে মোট কর্মহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৭০ লাখে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বের সামনে এ
সতর্কবাণী ঘোষণা করা হয়েছে। এই পরিসংখ্যানটি সারা বিশ্বের অর্থনীতির জন্য
যেমন হুমকিস্বরূপ তেমনি সামাজিক শৃঙ্খলার জন্য অশুভ ইঙ্গিত। বিশ্বব্যাপী
বেকারত্বের সংখ্যা বৃদ্ধির জন্য উন্নত দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধির
মন্দাবস্থাই দায়ী । বিশেষত ইউরো জোনের কয়েকটি দেশের অর্থনীতি সঙ্কটাপন্ন
হওয়ায় বেকারত্বের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ
আর্থিক সঙ্কট কাটিয়ে ওঠার উপায় হিসেবে ব্যয় সঙ্কোচন নীতি বেছে নেয়। আর এর
ফলে একদিকে চলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কর্মী ছাঁটাই অন্যদিকে কমিয়ে দেয়া
হয় ভাতা। যার ফলে মানুষ কর্মহীন হয়ে পড়ার সঙ্গে সঙ্গে বরণ করে নিতে বাধ্য
হয় দুর্বিষহ জীবন। সারা বিশ্বে ২৪ বছরের নিচে প্রায় ১৩ শতাংশ তরুণ কর্মহীন
রয়েছে। বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। এই পরিস্থিতির যদি
উন্নতি না হয় তবে ধারাবাহিকভাবে বেকারত্ব বেড়েই যাবে। এমনই পূর্বাভাস
দিয়েছে আন্তর্জাতিক শ্রমসংস্থা। পূর্বাভাসে বলা হয়, চলতি বছর কর্মহীন
মানুষের সংখ্যা ৫১ লাখ বাড়তে পারে। আর ২০১৪ সালে বাড়বে আরও ৩০ লাখ। এভাবে
যদি বেকারত্ব বাড়তেই থাকে তবে বিশ্বের অর্থনীতির গতি প্রবাহ যে ঠিক থাকবে
না তা বলাই বাহুল্য।
অর্থনীতি ডেস্ক
অর্থনীতি ডেস্ক
No comments