চলচ্চিত্র উৎসবে দর্শক কম, উন্নয়ন থিয়েটার সেমিনার-
ঢাকা আনত্মর্জাতিক চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিন শনিবারও দর্শক সমাগম ছিল কম। প্রচ- শীত থাকায় সকালের প্রদর্শনীগুলো জমেনি। বিকেলে উৎসব ভেনু্যগুলোতে কিছু দর্শক দেখা গেলেও, পরিবেশ ছিল আবহাওয়ার মতোই শীতল।
ছন্দহীন আড্ডা চলছিল নির্মাতাদের মধ্যে। অলস বসে কাটিয়েছেন উৎসবের কমর্ীরা। ফলে সংবাদকমর্ীদের তথ্য সংগ্রহে এদিন বেশ সমস্যায় পড়তে হয়েছে। দায়িত্ব পৃথক করা থাকলেও, প্রয়োজনীয় তথ্যটি জানানোর মতো কাউকে খুঁজে পাওয়া মুশকিল ছিল। তবে প্রদর্শনী চলেছে শিডিউল অনুযায়ী। এদিন প্রদর্শিত ছবিগুলোর মধ্যে ভারতের ছিল ৪টি। হারম্নন অরম্নণ, নাসিম, অংশুমানের ছব ও হামারা দেশ শিরোনামের এসব ছবি প্রদর্শনীর সময় সীমিত সংখ্যক দর্শক ছিলেন হলে। একই দিন দেখানো হয় ইরানের চলচ্চিত্র দি লায়ার শেফার্ড ও রম্নমমেট, ইতালির দেইর মার মুসা, জার্মানির এভরি ডে ওকারেন্সেসসহ মোট ১৩টি চলচ্চিত্র। তবে বাংলাদেশের নির্মাতা এনামুল করিম নির্ঝরের ছবি 'আহা' দেখতে অন্যরকম প্রতীৰা ছিল দশর্কদের মধ্যে। টিভিতে একই চলচ্চিত্র একাধিকবার দেখেছেন এমন দর্শককেও দেখা যায় লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে। বড় পর্দায় দেখার সুযোগ নিতেই আবারও ছবিটি দেখতে এসেছেন বলে জানান তাঁরা।আজ উৎসবের চতুর্থ দিন দেখানো হবে আরও ১৫টি চলচ্চিত্র। হংকংয়ের লাভার্স অন দ্য রোড, আর্জেন্টিনার ৪৩২ ওয়ান, ইরানের পার্সিয়ান কেট ওয়াক, ভারতের মোহন জোশি হাজির হো ও রঙিন গোধূলীসহ বেশ কটি ছবি উৎসবে দর্শক টানতে পারে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। এসবের বাইরে বাংলাদেশ প্যানরোমায় দেখানো হবে মুরাদ পারভেজ পরিচালিত 'চন্দ্রগ্রহণ' ছবিটি।
উন্নয়ন থিয়েটারের প্রয়োগ বিষয়ে সেমিনার
উন্নয়ন থিয়েটার প্রক্রিয়া সম্পর্কে ঐকমত্য প্রতিষ্ঠা এবং এ নিয়ে যেসব সংস্থা, ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা ও বাসত্মবায়নের চেষ্টা করছে তাদের সম্মিলিত উদ্যোগে গতকাল শনিবার এক মোর্চা গঠন করা হয়। ন্যাশনাল এলায়েন্স ফর ডেভেলপমেন্ট থিয়েটার (এনএডিটি) শীর্ষক ওই মোর্চার দিনব্যাপী প্রতিনিধি সভা ও সেমিনার অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমীর সেমিনার কৰে। বাংলাদেশ ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস (বিটা) আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বক্তব্য রাখেন বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত ও নাট্যজন শামসুল আলম বকুল। সভাপতিত্ব করেন রূপানত্মরের প্রধান নির্বাহী স্বপন গুহ। সভা শেষে নবগঠিত এনএডিটি'র কার্যক্রম, ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে ধারণা দেয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে 'উন্নয়ন থিয়েটার : প্রয়োগ ও ভাষা' শীর্ষক এক সেমিনারে ধারণাপত্র উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. ইস্রাফিল শাহীন। আলোচনায় অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের চেয়ারম্যান মলয় ভৌমিক, বিটার সাধারণ সম্পাদক ও নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়। বক্তারা বলেন, মানুষের আত্মত্যাগ ও স্বপ্নই হলো কোন কিছু নির্মাণের মৌল শর্ত। জনগণের মুক্তির স্বপ্ন ও আত্মত্যাগের দর্শনের ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা। তাই মুক্তিযুদ্ধের এই গণচেতনাই বর্তমান কালের উন্নয়ন নাট্য পরিচালনার সবচেয়ে কার্যকর দার্শনিক পাটাতন।
রম্নন্টির একক চিত্রকলা প্রদর্শনী শুরম্ন
'বেদনা মধুর' শিরোনামে গ্যালারি সমতটে শুরম্ন হয়েছে শিল্পী ওয়াজমুন নাহার রম্নন্টির একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প সচিব দেওয়ান জাকির হোসাইন। ১৪০টি চিত্রকর্মের এ প্রদর্শনী চলবে ১৫ ফেব্রম্নয়ারি পর্যনত্ম।
থিয়েটারের মুক্তি মঞ্চস্থ
শনিবার শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয় নাটক _মুক্তি। নাট্যদল থিয়েটারের এ প্রযোজনার নির্দেশনা দেন ত্রপা মজুমদার।
লোকনাট্য গোষ্ঠীর গুণীজন সম্মাননা পদক প্রদান
গতকাল শনিবার লোকনাট্য গোষ্ঠী কতর্ৃক গুণীজন সম্মাননা পদক দেয়া হয়। পদক পেয়েছেন ফেরদৌসি মজুমদার (নাট্যাভিনয়), মোঃ মতিয়র রহমান (ব্যাংকিং ও সমাজ সেবা) ও মিলন কানত্মি দে (যাত্রা)। ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলৰে দলটি শিল্প সংস্কৃতি ও সমাজ সেবায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণীজন সম্মাননা পদক প্রদানের এ সিদ্ধানত্ম নেয়। আগামীতে এ ধারা নিয়মিত বজায় থাকবে বলে তাদের পৰ থেকে জানানো হয়।
উলেস্নখ্য, প্রতিষ্ঠাবার্ষিকী উপলৰে দলটি গত ১৪ জানুয়ারি থেকে তিন দিনব্যাপী এক উৎসবের আয়োজন করে। শনিবার ছিল উৎসবের শেষ দিন। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক প্রদর্শনীর ব্যবস্থাও রাখা হয়েছিল।
No comments