হাইতি যাচ্ছে ৩০ চিকিসকের দল

হাইতির ভূমিকম্পদুর্গত মানুষকে সেবা প্রদানের জন্য ৩০ সদস্যের একটি চিকিৎসক দল আগামীকাল সোমবার হাইতি যাচ্ছে। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরম্নরী বৈঠকে চিকিৎসক, ওষুধ এবং বস্ত্র পাঠানোর সিদ্ধানত্ম নেয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, হাইতির দুর্গত মানুষের কথা বিবেচনা করে অর্থপেডিক এবং এ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞদের প্রেরন করা হচ্ছে। ৩০ সদস্যের চিকিৎসক দলের ২০ জন সেনাবাহিনীর। প্রাথমিকভাবে দুই সপ্তাহ চিকিৎসক দল হাইতি থাকবেন। তবে প্রয়োজনে এসময় আরও বাড়ানো হবে। বৈঠকে হাইতিতে ওষুধ প্রেরণের জন্য ওষুধ প্রশাসন পরিদফতর এবং বস্ত্র প্রেরণের জন্য বিজেএমইএকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রসঙ্গত, হাইতির ভূমিকম্প দূর্গতদের সাহায্যে চিকিৎসক, ওষুধ ও বস্ত্র প্রেরণের জন্য বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন।

No comments

Powered by Blogger.