জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-শিক্ষকদের একাংশের ক্লাস বর্জন শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার, প্রক্টরের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে গতকাল শনিবার থেকে ক্লাস বর্জন কর্মসূচি শুরু করেছে শিক্ষকদের এক পক্ষ। এ ছাড়া অনেক শিক্ষার্থী আন্দোলন অব্যাহত রাখায় তাঁরাও ক্লাস-পরীক্ষায় অংশ নেননি। প্রশাসনবিরোধী আওয়ামী লীগপন্থী, বিএনপিপন্থী ও বামঘেঁষা ওই শিক্ষকেরা গতকাল ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছেন।
তাঁরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়ে কাল সোমবার দুপুর ১২টার মধ্যে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার সময় বেঁধে দিয়েছেন। এদিকে জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র ছাত্রলীগের কর্মী নাজমুস সাকিবকে (তপু) আটক করেছে আশুলিয়া থানার পুলিশ। এ নিয়ে জুবায়ের হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ছাত্রলীগের তিন কর্মীকে আটক ও গ্রেপ্তার করল পুলিশ।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুনকে লাঞ্ছনার অভিযোগে প্রক্টর আরজু মিয়ার অপসারণ এবং দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুসারে তাঁর শাস্তি, নিরাপত্তা বিধানে ব্যর্থ প্রক্টরিয়াল বডির অপসারণ, জুবায়ের হত্যার ঘটনায় প্রশাসন মদদপুষ্ট তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন প্রশাসনবিরোধী শিক্ষকেরা।
গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘প্রশাসন সুষ্ঠু পরিবেশ দিতে ব্যর্থ হওয়ায় আজ আমাদের সন্তানদের প্রাণ দিতে হচ্ছে। এর দায়ভার নিয়ে ব্যর্থ প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ করতে হবে।’
শিক্ষকদের সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, রায়হান রাইন, নাসরিন খন্দকার, মানস চৌধুরী, এম এ মতিন, এ টি এম আতিকুর রহমান, হারুন অর রশীদ খান প্রমুখ।
একই সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন বিভাগের আট শতাধিক শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুনকে লাঞ্ছিত করার অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গতকাল বিভাগের সামনে থেকে মৌন মিছিল বের করেন। মিছিলটি অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।
একই সময় জুবায়ের হত্যার বিচার এবং শিক্ষাকার্যক্রম ব্যাহত ও প্রক্টরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে এর প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে মিছিল করেন উপাচার্যপন্থী আওয়ামী লীগের শিক্ষকেরা।
একজন আটক: ছাত্রলীগের কর্মী নাজমুস গতকাল বেলা দেড়টার দিকে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ভবনে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন। ওই সময় আশুলিয়া থানার একদল পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম প্রথম আলোকে বলেন, ‘জুবায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমুসকে আটক করা হয়েছে।’
সাভারে ছাত্রদলের সমাবেশ: শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুনের ওপর হামলাকারীদের বিচার ও জুবায়ের হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগের কর্মীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল সাভারের রেডিও কলোনি এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রদল। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়াসহ দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
ক্লাস-পরীক্ষা চলবে: এদিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গতকাল উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে এক প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলাপাড়ায় সমাবেশ: কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, জুবায়েরের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শোকযাত্রা, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শিশু-কিশোরদের সংগঠন খেলাঘর আসরের উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এ মামুনকে লাঞ্ছনার অভিযোগে প্রক্টর আরজু মিয়ার অপসারণ এবং দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ অনুসারে তাঁর শাস্তি, নিরাপত্তা বিধানে ব্যর্থ প্রক্টরিয়াল বডির অপসারণ, জুবায়ের হত্যার ঘটনায় প্রশাসন মদদপুষ্ট তদন্ত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন প্রশাসনবিরোধী শিক্ষকেরা।
গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে অধ্যাপক নাসিম আখতার হোসাইন বলেন, ‘প্রশাসন সুষ্ঠু পরিবেশ দিতে ব্যর্থ হওয়ায় আজ আমাদের সন্তানদের প্রাণ দিতে হচ্ছে। এর দায়ভার নিয়ে ব্যর্থ প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যদের পদত্যাগ করতে হবে।’
শিক্ষকদের সমাবেশে আরও বক্তব্য দেন অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ, রায়হান রাইন, নাসরিন খন্দকার, মানস চৌধুরী, এম এ মতিন, এ টি এম আতিকুর রহমান, হারুন অর রশীদ খান প্রমুখ।
একই সময়ে সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন বিভাগের আট শতাধিক শিক্ষার্থী। এ ছাড়া শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুনকে লাঞ্ছিত করার অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা গতকাল বিভাগের সামনে থেকে মৌন মিছিল বের করেন। মিছিলটি অমর একুশের পাদদেশে এসে শেষ হয়।
একই সময় জুবায়ের হত্যার বিচার এবং শিক্ষাকার্যক্রম ব্যাহত ও প্রক্টরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে এর প্রতিবাদে গতকাল ক্যাম্পাসে মিছিল করেন উপাচার্যপন্থী আওয়ামী লীগের শিক্ষকেরা।
একজন আটক: ছাত্রলীগের কর্মী নাজমুস গতকাল বেলা দেড়টার দিকে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ভবনে স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিলেন। ওই সময় আশুলিয়া থানার একদল পুলিশ এসে তাঁকে আটক করে নিয়ে যায়। এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম প্রথম আলোকে বলেন, ‘জুবায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাজমুসকে আটক করা হয়েছে।’
সাভারে ছাত্রদলের সমাবেশ: শিক্ষক সমিতির সভাপতি এ এ মামুনের ওপর হামলাকারীদের বিচার ও জুবায়ের হত্যার সঙ্গে জড়িত ছাত্রলীগের কর্মীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল সাভারের রেডিও কলোনি এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রদল। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ ভূঁইয়াসহ দুই শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
ক্লাস-পরীক্ষা চলবে: এদিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গতকাল উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে এক প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কলাপাড়ায় সমাবেশ: কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, জুবায়েরের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় শোকযাত্রা, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শিশু-কিশোরদের সংগঠন খেলাঘর আসরের উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
No comments