আইইবির সম্মেলনে প্রধানমন্ত্রী-কয়লা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মজুদ থাকুক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশ থেকে কয়লা আমদানি করে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে হবে। গতকাল শনিবার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) ৫৩তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আইইবির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের ঘনবসতিপূর্ণ এলাকায় কয়লা মজুদ আছে। কিন্তু এসব কয়লা উত্তোলন করতে গিয়ে অনেক লোকের প্রাণহানি হয়েছে।
’ এ বিষয়ে তিনি বলেন, ‘কয়লা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মজুদ থাকুক। ভবিষ্যতে হয়তো এমন প্রযুক্তি আসবে, যখন কয়লা উত্তোলন না করেই সেখান থেকে শক্তি ব্যবহার করা যাবে।’ প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়লা আমদানি করা যায়। বিদেশ থেকে কয়লা আমদানি করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রী জনগণের করের টাকা যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি সীমিত সম্পদ কাজে লাগিয়ে অনেক বেশি মানুষের সেবা দেওয়ার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। সম্মেলনের প্রতিপাদ্য হিসেবে ‘ভিশন টুওয়ার্ডস রিজিওনাল কানেকটিভিটি’ নির্বাচন করায় প্রধানমন্ত্রী আইইবির প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, ‘সামরিক ও সেনা-সমর্থিত সরকারের শাসনের কারণে দেশের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে সব নির্বাচন অনুষ্ঠানের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) উদ্ভাবনের জন্য প্রধানমন্ত্রী প্রকৌশলীদের প্রশংসা করে বলেন, ‘জনগণ যাতে কোনো ধরনের ঝুট-ঝামেলা ছাড়াই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং যাতে কেউ ভোট কারচুপি করতে না পারে, সে জন্যই ইভিএম মেশিন চালু করা হয়েছে।’
আইইবির সভাপতি নূরুল হুদা ও সাধারণ সম্পাদক আবদুস সবুর অনুষ্ঠানে বক্তৃতা করেন। মুনির উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া ৫৩তম সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মোহাম্মদ হোসেন সমাপনী বক্তব্য দেন।
আইইবির সভাপতি নূরুল হুদা প্রধানমন্ত্রীর হাতে আইইবির ৫৩তম সম্মেলনের ক্রেস্ট তুলে দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ উন্মোচন করেন। এর আগে শেখ হাসিনা ২০১১ সালে নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১২ জন প্রকৌশলীকে পদক ও সার্টিফিকেট দেন। বাসস, ইউএনবি ও এটিএন বাংলা।
প্রধানমন্ত্রী জনগণের করের টাকা যথাযথভাবে ব্যবহারের পাশাপাশি সীমিত সম্পদ কাজে লাগিয়ে অনেক বেশি মানুষের সেবা দেওয়ার জন্য প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। সম্মেলনের প্রতিপাদ্য হিসেবে ‘ভিশন টুওয়ার্ডস রিজিওনাল কানেকটিভিটি’ নির্বাচন করায় প্রধানমন্ত্রী আইইবির প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, ‘সামরিক ও সেনা-সমর্থিত সরকারের শাসনের কারণে দেশের গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে সব নির্বাচন অনুষ্ঠানের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) উদ্ভাবনের জন্য প্রধানমন্ত্রী প্রকৌশলীদের প্রশংসা করে বলেন, ‘জনগণ যাতে কোনো ধরনের ঝুট-ঝামেলা ছাড়াই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং যাতে কেউ ভোট কারচুপি করতে না পারে, সে জন্যই ইভিএম মেশিন চালু করা হয়েছে।’
আইইবির সভাপতি নূরুল হুদা ও সাধারণ সম্পাদক আবদুস সবুর অনুষ্ঠানে বক্তৃতা করেন। মুনির উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া ৫৩তম সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মোহাম্মদ হোসেন সমাপনী বক্তব্য দেন।
আইইবির সভাপতি নূরুল হুদা প্রধানমন্ত্রীর হাতে আইইবির ৫৩তম সম্মেলনের ক্রেস্ট তুলে দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ উন্মোচন করেন। এর আগে শেখ হাসিনা ২০১১ সালে নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১২ জন প্রকৌশলীকে পদক ও সার্টিফিকেট দেন। বাসস, ইউএনবি ও এটিএন বাংলা।
No comments