খুনীদের ফাঁসির আগে নাশকতার আশঙ্কা, নীলনকশা তৈরি by শংকর কুমার দে

 বঙ্গবন্ধু হত্যা মামলার ফাঁসির রায় কার্যকর করার আগে দেশে নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকা- চালানোর আশঙ্কা করা হচ্ছে। এ জন্য উগ্র মৌলবাদী জঙ্গী, বঙ্গবন্ধুর খুনীদের দোসর ও দেশী-বিদেশী চক্র পরিকল্পনা নিচ্ছে।
ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপিকে হত্যা চেষ্টা মামলার তদনত্ম হিমাগারে চলে গেছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এ খবর জানা গেছে। জীঙ্গ ও খুনীদের দোসর চক্রের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ফেব্রম্নয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকর করা হচ্ছে। ফাঁসির রায় কার্যকর করার আগে দেশের ভেতরে বড় ধরনের কোন নাশকতা কিংবা ধ্বংসাত্মক কর্মকা- ঘটিয়ে মানুষজনের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর চেষ্টা করা হতে পারে। বঙ্গবন্ধুর হত্যা মামলা আপীল বিভাগে শুনানির সময়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস এমপির ওপর বোমা হামলার ঘটনার পর খুনী ও জঙ্গীচক্রের বিরম্নদ্ধে অভিযান পরিচালনা করা হয়। খুনীদের আত্মীয়স্বজন ও জঙ্গীদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার পর্যায়ে গোয়েন্দা তদনত্মে দেখা গেছে একটি বিশেষ সংস্থার কর্মকর্তারা জড়িত আছে। তারপর ব্যারিস্টার তাপস হত্যা চেষ্টা মামলার তদনত্ম হিমাগারে চলে গেছে।
বাংলাদেশের সঙ্গে ভারতের চুক্তি ও সমঝোতার ঘটনা নিয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো মাঠে নামার চেষ্টা করছে। ধর্মভিত্তিক দলগুলোর মিটিং, মিছিলসহ নানা কর্মসূচীর মধ্যে জঙ্গী ও খুনীদের দোসরচক্র মিশে যেতে পারে। এজন্য দেশী-বিদেশীচক্র নীলনকশা তৈরি করছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে জঙ্গী ও খুনীদের দোসরচক্রের মতাদর্শের সাদৃশ্য থাকার কারণে তারা মিলেমিশে একাকার হওয়ার মধ্য থেকে নাশকতা ও ধংসাত্মক কর্মকা- চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকর করার আগের সময়টায় কোন না কোন অজুহাতে নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকা- চালানো হতে পারে। খুনীদের ফাঁসির রায়ের আগে রিভিউ পিটিশন দাখিল, শুনানি, রাষ্ট্রপতির কাছে মার্চ পিটিশন ইত্যাদি আইনগত প্রক্রিয়া চলতি জানুয়ারি মাসের মধ্যেই শেষ হয়ে যেতে পারে বলে জানা গেছে। আগামী ফেব্রম্নয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে ফাঁসির রায় কার্যকর করা হতে পারে। আর কোন কারণে যদি ফাঁসির রায় কার্যকরে বিলম্ব ঘটেও তারপর ফেব্রম্নয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের বেশি সময় নেবে না বলে জানা গেছে। বঙ্গবন্ধুর ফাঁসির রায় কার্যকরের আগে সামনের একটি মাস নিরাপত্তার দিক দিয়ে খুবই গুরম্নত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
গোয়েন্দা সংস্থার উর্ধতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বঙ্গবন্ধুর খুনীদের ফাঁসির রায় কার্যকর করার আগে দেশী-বিদেশীচক্র নেপথ্যে নানা পরিকল্পনা করছে। বঙ্গবন্ধুর খুনী ও জঙ্গীচক্রকে মাঠে নামিয়ে দিয়েছে। ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কর্মীদের সঙ্গে মাঠে নামিয়ে দেয়া হচ্ছে। খুনীচক্র ও জঙ্গীগোষ্ঠীর সদস্যদের ব্যাপারে সতর্ক দৃষ্টি ও নজরদারি বৃদ্ধি করে নিরাপত্তা জোরদার করার জন্য গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উলেস্নখ করা হয়েছে।

No comments

Powered by Blogger.