ব্রাজিলে প্রথম নারী প্রেসিডেন্ট দিউমার পথচলা শুরু
ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দিউমা হুসেফ। গতকাল শনিবার দিউমার অভিষেকের মধ্য দিয়ে অবসান হলো ব্রাজিলের জনপ্রিয় প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার মেয়াদকাল।
রাজধানী ব্রাসিলিয়ায় গতকাল দুপুরে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে দায়িত্ব নেন দিউমা। প্রেসিডেন্ট প্রাসাদে এ সময় তাঁকে সবুজ-সোনালি রঙের দেশের প্রতীকী কাপড় পরিয়ে দেন। এর পরপরই প্রেসিডেন্ট হিসেবে তাঁর জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা।
৬৩ বছর বয়সী সাবেক এই বামপন্থী গেরিলা এর আগে লুলা সরকারের জ্বালানিমন্ত্রী এবং পরে তাঁর চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন। লুলার গৃহীত সব নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন দিউমা। প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদ পার করায় সংবিধান অনুযায়ী এবার নির্বাচনে দাঁড়াতে পারেননি লুলা। যদিও রেকর্ড পরিমাণ ৮০ শতাংশ মানুষের সমর্থন ভোগ করছেন তিনি। লুলার শাসনামলে ব্রাজিলের অর্থনীতি ফুলে-ফেঁপে উঠেছে এবং বিশ্বের পঞ্চম বড় অর্থনীতির দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র : এএফপি।
৬৩ বছর বয়সী সাবেক এই বামপন্থী গেরিলা এর আগে লুলা সরকারের জ্বালানিমন্ত্রী এবং পরে তাঁর চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন। লুলার গৃহীত সব নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন দিউমা। প্রেসিডেন্ট হিসেবে টানা দুই মেয়াদ পার করায় সংবিধান অনুযায়ী এবার নির্বাচনে দাঁড়াতে পারেননি লুলা। যদিও রেকর্ড পরিমাণ ৮০ শতাংশ মানুষের সমর্থন ভোগ করছেন তিনি। লুলার শাসনামলে ব্রাজিলের অর্থনীতি ফুলে-ফেঁপে উঠেছে এবং বিশ্বের পঞ্চম বড় অর্থনীতির দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র : এএফপি।
No comments