ঔপনিবেশিক নামগন্ধ মুছতে চায় শ্রীলংকা
ঔপনিবেশিক সময়ের নামগন্ধ মুছে ফেলতে চায় শ্রীলঙ্কা। এখনো দেশটির যেসব সরকারি সংস্থার নামের সঙ্গে 'সিলন' যুক্ত রয়েছে তা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিলন শব্দটির পরিবর্তে দেশটির বর্তমান নাম 'শ্রীলঙ্কা' যোগ করতে চায় সরকার।
১৯৪৮ সালে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে। ১৯৭২ সালে ব্রিটিশ উপনিবেশ আমলের নাম সিলন বাদ দেওয়া হয় এবং রাষ্ট্রের প্রধানের পদ থেকে ব্রিটিশ রানীকেও বাদ দেওয়া হয়। এ ঘটনার দীর্ঘ ৩৯ বছর পর বিভিন্ন ক্ষেত্রে টিকে থাকা সে সময়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো। চলতি বছরের মধ্যে যত শিগগির সম্ভব এ নাম বদলের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
গত সপ্তাহে শ্রীলঙ্কার জ্বালানিবিষয়কমন্ত্রী 'সিলন বিদ্যুৎ বোর্ড' এর নাম পরিবর্তনের জন্য মন্ত্রিপরিষদে প্রস্তাব তোলেন। তখন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে বিদ্যুৎ বোর্ড ছাড়াও অন্য যত সরকারি সংস্থার নামের মধ্যে ঔপনিবেশিক পরিচয় রয়েছে তা মুছে ফেলার পরামর্শ দেন।
তবে নাম পরিবর্তনের ব্যাপারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যাংক অব সিলন বা সিলন ফিশারিজ করপোরেশনের মতো সংস্থাগুলোর নাম পরিবর্তন সহজ হলেও চায়ের ক্ষেত্রে 'সিলন' নাম বদলানো হলে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছে। সূত্র : বিবিসি।
গত সপ্তাহে শ্রীলঙ্কার জ্বালানিবিষয়কমন্ত্রী 'সিলন বিদ্যুৎ বোর্ড' এর নাম পরিবর্তনের জন্য মন্ত্রিপরিষদে প্রস্তাব তোলেন। তখন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে বিদ্যুৎ বোর্ড ছাড়াও অন্য যত সরকারি সংস্থার নামের মধ্যে ঔপনিবেশিক পরিচয় রয়েছে তা মুছে ফেলার পরামর্শ দেন।
তবে নাম পরিবর্তনের ব্যাপারে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যাংক অব সিলন বা সিলন ফিশারিজ করপোরেশনের মতো সংস্থাগুলোর নাম পরিবর্তন সহজ হলেও চায়ের ক্ষেত্রে 'সিলন' নাম বদলানো হলে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অনেকে আশঙ্কা করছে। সূত্র : বিবিসি।
No comments