সত্যিকারের সবজান্তা-বৃষ্টি

 মূলত সূর্যের উত্তাপ থেকে বাঁচতে ছাতা উদ্ভাবিত হয়, বৃষ্টির হাত থেকে বাঁচতে নয়।
 একটি বৃষ্টির ফোঁটা ঘণ্টায় ২২ মাইল পর্যন্ত বেগে মাটিতে পড়তে পারে।
 বৃষ্টির ফোঁটার আকার ০.১২ ইঞ্চি থেকে ০.০৩১ ইঞ্চি পর্যন্ত হতে পারে।


 বৃষ্টির ফোঁটা অশ্রুকণার আকারে পড়ে না বরং এগুলো পড়ার সময় গোলাকার হয়।
 যুক্তরাষ্ট্রের সবচেয়ে শুষ্ক রাষ্ট্র লুইজিয়ানা, যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ মাত্র ৫৬ ইঞ্চি।
 ২০০৭ সালের ৬ এপ্রিল আর্জেন্টিনার সালতা রাজ্যে মাকড়সা-বৃষ্টির ঘটনা ঘটেছিল।
 যে বৃষ্টিপাতের পরিমাণ ঘণ্টায় ০.১ ইঞ্চির বেশি না তাকে হালকা-বৃষ্টি বলে।
 যে বৃষ্টিপাতের পরিমাণ ঘণ্টায় ০.৩ ইঞ্চির বেশি তাকে ভারী বর্ষণ বলে।
 বৃষ্টির ফোঁটা প্রথমে পানিরূপে নয়, বরফ আকারে থাকে।
ফানফ্যাক্টস অবলম্বনে নাদিরা মুস্তারী

No comments

Powered by Blogger.