প্রথম আলো বর্ষসেরা বই ১৪১৭-লেখক-পাঠকদের সম্মিলনী (ভিডিও)
ফেব্রুয়ারি দোরগোড়ায়। মহান রাষ্ট্রভাষা আন্দোলনের স্মৃতিজড়িত এই মাসটি বাংলাদেশের সৃজনশীল গ্রন্থ প্রকাশনার ভরা মৌসুমও। এরই প্রাক্কালে গতকাল মঙ্গলবার ১৪১৭ সনের ‘প্রথম আলো বর্ষসেরা বই’-এর পুরস্কার তুলে দেওয়া হলো লেখকদের হাতে।
শীতের সন্ধ্যায় রূপসী বাংলা হোটেলের বলরুমে হূদয়ের প্রীতিতে উষ্ণ অনুষ্ঠানে মননশীল শাখায় কবিতা-অকবিতা রবীন্দ্রনাথ গ্রন্থের জন্য সনৎকুমার সাহা এবং সৃজনশীল শাখায় অপৌরুষেয় ১৯৭১ গ্রন্থের জন্য অদিতি ফাল্গুনীর হাতে তুলে দেওয়া হয় তাঁদের সম্মাননা স্মারক।
পুরস্কার বিতরণীর এ অনুষ্ঠানটি পরিণত হয়েছিল দেশের প্রণিধানযোগ্য নবীন-প্রবীণ লেখক, প্রকাশক, শিল্পী ও সাহিত্যশিল্পের অনুরাগীদের সপ্রাণ সম্মিলনীতে।
অনুষ্ঠানের শুরুতে সমাগত অতিথিদের স্বাগত জানিয়ে সে কথাই বলছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। পুরস্কারের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘এ নিয়ে অষ্টমবারের মতো প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার তুলে দেওয়া হচ্ছে লেখকদের হাতে। এবার মননশীল ও সৃজনশীল শাখায় প্রায় ৪০০ বই জমা পড়েছিল। বিচারকমণ্ডলী এর মধ্য থেকে যে দুটি বই নির্বাচন করেছেন, তা কাকতালীয়ভাবে হলেও গত বছর আমাদের জাতীয় জীবনের দুটি অন্যতম প্রধান ঘটনার সঙ্গে সংগতিপূর্ণ হয়ে উঠেছে। একটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী এবং অন্যটি স্বাধীনতার ৪০ বছর পূর্তি। ব্রিটিশ শাসনের অবসানের পর ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত বাঙালির আত্মপরিচয় অনুসন্ধানের কেন্দ্রভূমির অন্যতম ছিলেন রবীন্দ্রনাথ; অপরদিকে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জাতির বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জন। এ দুটি বিষয়কে কেন্দ্র করে লিখিত গ্রন্থ পুরস্কারের জন্য নির্বাচিত হওয়া এবার প্রথম আলোর এ উদ্যোগকে বিশেষ তাৎপর্যমণ্ডিত করেছে।’
No comments