প্রত্যেক শিৰা প্রতিষ্ঠানে স্কাউট দল গঠন করম্নন প্রধানমন্ত্রী- ১৫ লাখে উন্নীত করতে হবে
গাজীপুর, ১৬ জানুয়ারি, বাসস প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের প্রত্যেক শিৰা প্রতিষ্ঠানে একাধিক স্কাউট দল গঠনের মাধ্যমে স্কাউটের সংখ্যা আগামী ২০১৩'র মধ্যে ১৫ লাখে উন্নীত করার পদৰেপ নিতে সংশিস্নষ্টদের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শনিবার মৌচাকে ৮ম জাতীয় স্কাউট জাম্বুরি উদ্বোধনকালে এ আহ্বান জানান। তিনি বলেন, 'শিশু কিশোর ও যুব বয়সীদের প্রাতিষ্ঠানিক শিৰার পাশাপাশি সৎ, চরিত্রবান, ন্যায়পরায়ণ, আত্মপ্রত্যয়ী ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ৰেত্রে স্কাউট আন্দোলনের ভূমিকা অত্যনত্ম গুরম্নত্বপূর্ণ।'শেখ হাসিনা বলেন, 'কাজেই যত বেশি সংখ্যক ছাত্রছাত্রী স্কাউট আন্দোলনে সক্রিয় হবে, বাংলাদেশ তত বেশি সুনাগরিক পাবে।'
স্কাউট কর্মসূচীকে সময় উপযোগী করার ওপর গুরম্নত্বারোপ করে তিনি বলেন, ৰুধা ও দারিদ্র্যমুক্ত এবং সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমাজের সকল সত্মরে 'দিন বদলে স্কাউটিং' এই সেস্নাগান বাসত্মবায়ন করতে হবে।
প্রধানমন্ত্রী স্কাউটদের প্রতি সেবার মন্ত্র সামনে রেখে বিভিন্ন সমাজ সেবামূলক কাজে অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, 'নিজেদের দৰ ও স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি তোমাদেরকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী বাসত্মবায়নে সংশিস্নষ্ট কর্তৃপৰকে সহায়তার জন্য এগিয়ে আসতে হবে।'
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস এবং মঙ্গাপীড়িত ও শীতার্ত দুর্গত মানুষের সেবায় স্কাউটদের অংশগ্রহণ অতীতে মানুষের প্রশংসা কুড়িয়েছে।
জাম্বুরিতে প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণের উলেস্নখ করে তারা যেন কোনভাবেই নিজেদের সমাজ থেকে বিচ্ছিন্ন না ভাবে সে লৰ্যে তিনি তাদের মধ্যে আস্থা তৈরিতে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, শিৰা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিৰা মন্ত্রণালয় দেশে স্কাউটিং ও কাব স্কাউটিং সমপ্রসারণ এবং যুবকদের কর্মসংস্থান ও ডিজিটাল বাংলাদেশ গঠনে দুটো প্রকল্পে অর্থায়ন করছে। এ ছাড়া স্কাউটদের অধিকহারে সম্পৃক্ত করার লৰ্যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে বিশেষ সহযোগিতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, জাতির বৃহত্তর স্বার্থে দেশে স্কাউটিং সমপ্রসারণে সরকার প্রয়োজনীয় সকল সহযোগিতা দেবে।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, সরকার স্কাউটদের এ প্রশিৰণ কেন্দ্রকে আর্নত্মজাতিক এ্যাডভেঞ্চার ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। এছাড়া ২০১২ সালে বিশ্ব স্কাউট সংস্থা বাংলাদেশে যে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ২৪তম রিজিওনাল স্কাউট কনফারেন্সের আয়োজন করতে যাচ্ছে তা সফল করতে সরকার সর্বাত্মক সহায়তা দেবে।
গত ১৪ জানুয়ারি শুরম্ন হওয়া জাম্বুরিতে দেশ বিদেশের মোট ১৩ হাজার স্কাউট অংশ নিচ্ছে।
বাংলাদেশ স্কাউটের প্রেসিডেন্ট মোঃ মমতাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৮ম জাতীয় স্কাউট জাম্বুরির আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটের ন্যাশনাল কমিশনার মোঃ মোজাম্মেল হক খান এবং জাম্বুরি প্রধান ও বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, সংসদ সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং উচ্চপদস্থ সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ।
এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানের স্মারক ডাকটিকেট ও একটি ফাস্ট ডে কভার অবমুক্ত করেন। এছাড়া তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি এ এলাকার বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেন এবং স্কাউটদের সঙ্গে কথা বলেন।
No comments