প্রধানমন্ত্রীর যশোর অনুষ্ঠান কভাওে আমন্ত্রিত চার
যশোর অফিস বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের প্রতিষ্ঠিত চ্যানেল ওয়ানের প্রতিনিধিসহ স্থানীয় ৪ সাংবাদিক যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠান কভারের জন্য আমন্ত্রণ পেয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার যশোরে আসছেন। তিনি সদরের নারাঙ্গালী গ্রামের মাঠে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন ও সেনা সদস্যদের উদ্দেশে ভাষণ দেবেন। রবিবার প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে আমন্ত্রণপত্র পাওয়া অন্য সংস্থাগুলো হলো বাংলাভিশন, এটিএন বাংলা ও দৈনিক ইত্তেফাক। কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান উপল েমেজর নাসির স্থানীয় কয়েকজন সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করেন। পরে শনিবার বিকেলে ওই চার মিডিয়ার প্রতিনিধিদের নারাঙ্গালীর মাঠে প্রস্তুতিমূলক মহড়া দেখাতে নিয়ে যান। তিনি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, অন্য মিডিয়ার ব্যাপারে আইএসপিআর থেকে অনুমোদন পাওয়া যায়নি। ফলে তাদের আমন্ত্রণ জানানো হয়নি।
No comments