চার প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে পণ্য উৎপাদন ও বিক্রয়সহ বিভিন্ন অপরাধে রাজধানীর কোতোয়ালি ও বংশাল থানা এলাকার চারটি প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ম্যাজিস্ট্রেট সেলিম হোসেনের নেতৃত্বে গতকাল ওই দুই এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে


ইউ-পিভিসি পাইপ উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের প্রতিটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই তিন প্রতিষ্ঠান হলো: মেসার্স রিয়েল পলিমার ইন্ডাস্ট্রি, মেসার্স আল-সাইদ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রি ও মেসার্স এশিয়ান ইউ-পিভিসি পলিমার ইন্ডাস্ট্রি। পরে ‘উৎপাদন তারিখ’বিহীন পাত্রে খাবার পানি বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অভিযোগে ওয়ান স্টার রেস্টুরেন্ট নামে অপর একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর: বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন অপরাধে পাঁচটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ৮১ হাজার টাকা জরিমানা করেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনের দায়ে ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
গতকাল নগরের ফকিরেরপুল বাজারে এই অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান ওই অভিযানে নেতৃত্ব দেন। অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক দলকে সহায়তা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং র‌্যাব সদস্যরা।
যে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হচ্ছে: মিতালী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গাউসিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যদুর মাছের দোকান, রুমিতা ফার্মা ও মেরিডিয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।

No comments

Powered by Blogger.