মূল্য সংশোধনে দুই বাজারে কমেছে লেনদেন

দেশের শেয়ারবাজারে গতকাল সোমবার কিছুটা মূল্য সংশোধন হয়েছে। এতে বছরের দ্বিতীয় কার্যদিবসে দুই বাজারেই মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ কমেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৩৩ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৮৭ পয়েন্ট কমে হয়েছে প্রায় ১৩ হাজার ৯৫৫ পয়েন্ট। রোববার বছরের প্রথম কার্যদিবসে দুই বাজারে


মূল্যসূচক ও লেনদেন বেড়েছিল। যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, গতকালের বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। মুনাফা তুলে নেওয়ার প্রবণতা বেশি থাকায় এমনটি ঘটেছে। এটি বাজারের স্বাভাবিক আচরণ।
হাফিজ আরও বলেন, বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসে এখনো কিছুটা ঘাটতি রয়েছে। এ কারণে বাজারে কিছুটা মূল্য সংশোধন হলেই বিক্রির চাপটা বেড়ে যাচ্ছে। তবে কয়েক দিন ধরে লেনদেনে বেশ গতি এসেছে। এটি বাজারের জন্য ইতিবাচক।
এদিকে, পরিচালন মুনাফার বিবেচনায় শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বেশির ভাগই উচ্চ মুনাফা করেছে। তার পরও বাজারে ব্যাংক খাতের শেয়ারের মূল্য সংশোধন হয়েছে।
উচ্চ পরিচালন মুনাফার পরও শেয়ারের দরবৃদ্ধিতে ব্যাংক খাত পিছিয়ে থাকলেও স্বল্প বা ছোট মূলধনের তালিকাভুক্ত কোম্পানিগুলো মূল্যবৃদ্ধিতে এগিয়ে ছিল।
ঢাকার বাজারে গতকাল সোমবার মূল্যবৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে কে অ্যান্ড কিউ, সিনোবাংলা, কোহিনূর কেমিক্যালস, ন্যাশনাল হাউজিং, ঢাকা ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি, ফার্স্ট বিএসআরএস, অ্যাপেক্স ট্যানারি, আইসিবি ও ইউনাইটেড ইন্স্যুরেন্স। এর মধ্যে আইসিবি ও ন্যাশনাল হাউজিং ছাড়া বাকি আটটি কোম্পানিরই পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকার নিচে।
ঢাকার বাজারে গতকাল প্রায় ৫৯৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় ৭৬ কোটি টাকা কম। এদিন ডিএসইতে ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ১১০টির আর অপরিবর্তিত ছিল ১০টির দাম।
সিএসইতে গতকাল দিনের শেষে প্রায় ৫০ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় সাত কোটি টাকা কম। চট্টগ্রামের বাজারে এদিন ১৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম।

No comments

Powered by Blogger.