বৃষ্টির কবলে ক্রিকেট

সময়ের বৃষ্টিতে কাল শেষ হতে পারেনি ঢাকা প্রিমিয়ার লিগের একটি ম্যাচও। মিরপুর ও বিকেএসপিতে যা একটু খেলা হয়েছে, ফতুল্লায় হয়নি সেটাও। সেখানে একটি বলও গড়ায়নি মাটিতে। আবহাওয়ার আনুকূল্য পেলে বিমান ও কলাবাগানের ম্যাচটি হবে আজ। মিরপুরে ভিক্টোরিয়া-ওল্ড ডিওএইচএস এবং বিকেএসপিতে সিসিএস-ব্রাদার্স সংক্ষিপ্ত হয়ে যাওয়া ম্যাচ দুটি আজ আবার শুরু হবে সেখান থেকেই, কাল যেখানে থেমে গেছে।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা শুরুই হয়েছিল বেলা পৌনে একটায়। ততক্ষণে ৫০ ওভারের ম্যাচ কমে হয়ে গেছে ২৬ ওভারের। তবে টস হেরে ব্যাট করতে নামা ভিক্টোরিয়া ২৩ ওভারে ৮ উইকেটে ১৩৪ করার পরই আবার বন্ধ হয়ে যায় খেলা। ম্যাচটাও হয়ে গেছে ২৩ ওভারের। প্রায় টি-টোয়েন্টিতে রূপান্তরিত ম্যাচে ভিক্টোরিয়া ওভারপ্রতি রান তুলেছে ৫.৮ করে।
আগের ম্যাচের সেঞ্চুরি পাওয়া জহুরুল ইসলাম কালও করেছেন দলীয় সর্বোচ্চ ২৯ রান। তাঁর ১৫ বলের ইনিংসটিতে ছিল একটি চার ও দুটি ছক্কা। এ ছাড়া বলের চেয়ে রান বেশি করেছেন শুধু অধিনায়ক সাকিব আল হাসান (১৩ বলে ১৮)। ডিওএইচএসের তিন স্পিনার ফয়সাল হোসেন (৩টি), শুভাগত হোম (২) ও জোহায়েব খান (২) মিলে নিয়েছেন ৭টি উইকেট।
বিকেএসপিতে সোয়া এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছিল সিসিএস ও ব্রাদার্সের ম্যাচটি। এখানেও টস জিতে ফিল্ডিং নেন ব্রাদার্সের অধিনায়ক আবদুর রাজ্জাক। সিসিএস ১৮.৩ ওভারে ৩ উইকেটে ১২৬ করার পর আবার বৃষ্টির হানা। ব্যাট করছিলেন দুই পাকিস্তানি আতিকুর রহমান (৫৮*) ও রশিদ হানিফ (১৩*)।
সং ক্ষি প্ত স্কো র
ভিক্টোরিয়া-ওল্ড ডিওএইচএস
ভিক্টোরিয়া: ২৩ ওভারে ১৩৪/৮ (জহুরুল ২৯, শেহজাদ ২৭; ফয়সাল ৩/৩৬, জোহায়েব ২/১৮, শুভাগত ২/১৯)।
(বৃষ্টিতে খেলা বন্ধ)

সিসিএস-ব্রাদার্স
সিসিএস: ১৮.৩ ওভারে ১২৬/৩ (আতিকুর ৫৮, তাসামুল ২০; সাকের ১/৯)।
(বৃষ্টিতে খেলা বন্ধ)

No comments

Powered by Blogger.