এক হাজার্ডেই রুনি-মেসি

লিওনেল মেসি আর ওয়েইন রুনি—একজন বর্তমানে বিশ্বসেরা, অন্যজন সেরাদের একজন। এই দুজনের ফুটবলপ্রতিভা ও দক্ষতা সমন্বিত করলে যা হয়, এডেন হাজার্ডে ঠিক তাই। জো কোল অন্তত এটাই মনে করেন। নিজের ক্লাব-সতীর্থের মধ্যে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার খুঁজে পেয়েছেন রুনি-মেসির ছায়া! বলছেন, হাজার্ডের মধ্যে রুনি-মেসি দুই-ই আছে। মানে একের ভেতরে দুই! বেলজিয়াম জাতীয় দলের এই বিস্ময়কর প্রতিভা বেশ কিছুদিন ধরেই আলোচনায়।


ডিয়েগো ম্যারাডোনার দৃষ্টিতে এই ২০ বছর বয়সী বেলজিয়ান তরুণ বর্তমানের বিশ্বের সেরা উদীয়মান খেলোয়াড়। এখন কোলও সতীর্থকে তুলনা করলেন রুনি-মেসির সঙ্গে। ইংলিশ মিডফিল্ডার কোল চেলসি থেকে ২০১০ সালে যোগ দেন লিভারপুলে। সেখান থেকে বর্তমানে ধারে খেলতে এসেছেন ফরাসি ক্লাব লিলে। আর এই লিল সেই ২০০৫ থেকে হাজার্ডের ঠিকানা।
দুই বছর যুবদলে কাটিয়ে হাজার্ড ২০০৭ সালে যোগ দেন লিলের মূল দলে। একই সঙ্গে খেলেন বলে হাজার্ডের প্রতিভা-দক্ষতা প্রত্যক্ষ করার সুযোগ কোলের হয়েছে। যা দেখে কোল মুগ্ধ, ‘হাজার্ড আলাদা মানের। তার বয়স মাত্রই ২১ (আসলে ২০)। এবং ওপরে ওঠার আরও সুযোগ তার আছে। এই বয়সে রুনি যেমন ছিল, তাকেও সে রকম লাগছে। সে নিশঙ্ক। সে কতটা ভালো সে নিজেও তা জানে। এটি খুবই ইতিবাচক। সব শীর্ষ খেলোয়াড়েরই এই বিশ্বাসটা থাকে।’
এরপরই কোল টেনেছেন মেসি প্রসঙ্গ, ‘সে অনেকটা মেসির মতো। যদিও মেসি একজনই এবং মেসির সঙ্গে তুলনা করে আমি এই ছেলেকে চাপে ফেলতে চাই না। কিন্তু সে তার (মেসির) মতোই খাটো, পায়ের দক্ষতা, অসাধারণ বল নিয়ন্ত্রণ, দুর্দান্ত ফিনিশার। সবকিছুই তার আছে।’
বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এসি মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, আর্সেনালের মতো ক্লাবগুলো পিছু নিয়েছে হাজার্ডের। লিলও সুযোগ বুঝে দাম হাঁকিয়ে বসেছে ৩ কোটি পাউন্ড! তবে কোল চান এই প্রতিভাধর মিডফিল্ডার থেকে যাক লিলেই, ‘যত বেশি দিন পারে লিলে থাকাটাই ওর জন্য ভালো হবে। সমর্থকেরা ওকে ভালোবাসে, খেলোয়াড়েরা ভালোবাসে। আমরা চাই ও থেকে যাক।’ ওয়েবসাইট।

No comments

Powered by Blogger.